Dorina Crossing Accident: নিয়ন্ত্রণেই ছিল গতি, আচমকাই ৯০ ডিগ্রি হেলে গেল গোটা বাস, গেটের যাত্রীরা পড়লেন চাপা! ভয়াবহ দৃশ্য

Dorina Crossing Accident: গত রবিবার দুপুরে ডোরিনা ক্রসিংয়ে উল্টে গিয়েছিল যাত্রী বোঝাই একটি মিনি বাস ৷

Dorina Crossing Accident: নিয়ন্ত্রণেই ছিল গতি, আচমকাই ৯০ ডিগ্রি হেলে গেল গোটা বাস, গেটের যাত্রীরা পড়লেন চাপা! ভয়াবহ দৃশ্য
ডোরিনা ক্রসিংয়ে দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ
Follow Us:
| Edited By: | Updated on: Feb 04, 2022 | 6:49 PM

কলকাতা: জাস্ট ২ মিনিট আগে দেখেও বোঝা যায়নি কী হতে পারে! বাসটা ঠিকঠাকই আসছিল। অন্তত সিসিটিভিতে তাই দেখা যাচ্ছে। তারপর হঠাৎ বাঁ দিকে ঘেঁষে রেলিংয়ে ধাক্কা দিয়েই পুরো উল্টে গেল বাসটা। গেটে তখন দাঁড়িয়েছিলেন কনডাক্টর আর সঙ্গে বেশ কয়েক জন যাত্রী। যাঁরা নামার প্রস্তুতি নিচ্ছিলেন। পুরো বাসের নীচে চাপা পড়ে যান সকলে। যাত্রী ঠাসা বাস তখন ৯০ ডিগ্রি ডান দিকে কাত হয়ে পড়ে গিয়েছে। আর যাত্রীরা ভিতরে কার্যত একে অপরের ঘাড়ে। বেশ কয়েকজন বাসের নীচে চাপা পড়েছেন।

গত রবিবার দুপুরে ডোরিনা ক্রসিংয়ে উল্টে গিয়েছিল যাত্রী বোঝাই একটি মিনি বাস ৷ পার্ক সার্কাস-হাওড়া বাঁকড়া রুটের ওই মিনিবাস উল্টে গুরুতর আহত হয়েছিলেন ১২ জন ৷ বাসের চাকা ফেটেই এই বিপত্তি বলে জানা গিয়েছিল ৷ সেই দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এল। জানা গিয়েছে, ওই বাসটিতে বেশিরভাগ বরযাত্রী ছিলেন।

বাসের এক যাত্রী বলেন, “ভাগ্নার বিয়েতে যাচ্ছিলাম। আমরা বুঝতে পারিনি। হঠাৎ পাল্টি খেয়ে গেল বাস। আমার পায়ে লেগেছে। তিলজলার কাছে বাড়ি আমার।”

বাসে  তিরিশ জনের মতো যাত্রী ছিলেন বলে জানা যায়। তাঁদের সকলকে উদ্ধার করা হয়েছে তৎপরতার সঙ্গে। তবে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। তাঁদের অনেকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন। বাসের সামনে অংশ অর্থাৎ চালক যেখানে বসেন সেই অংশটি দুমড়ে-মুচড়ে যায় পুরো। ক্রেন দিয়ে বাসটিকে সরানো হয়। দুর্ঘটনার জেরে মৌলালি থেকে ধর্মতলা যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় দীর্ঘক্ষণ। দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তবে বাসের যাত্রীরা এখনও আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি। তাঁদের অনেকেরই কথায়, “একটা ভয়াবহ স্মৃতি। কিছুতেই কাটিয়ে উঠতে পারছি না। চোখ বন্ধ করলেও এখনও সেই দৃশ্য মনে আসছে।”

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা