Coronavirus: উদ্বেগ বাড়াচ্ছে কোভিড, ৬ হাজার ছাড়িয়ে গেল দেশের দৈনিক সংক্রমণ

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Apr 07, 2023 | 10:46 AM

COVID in India: গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫০ জন। যা গতকালের থেকে প্রায় ১৩ শতাংশ বেশি। গত কাল দেশে আক্রান্ত হয়েছিলেন ৫ হাজার ৩৩৫ জন।

Coronavirus: উদ্বেগ বাড়াচ্ছে কোভিড, ৬ হাজার ছাড়িয়ে গেল দেশের দৈনিক সংক্রমণ
করোনা সংক্রমণ বাড়ছে।

Follow Us

নয়াদিল্লি: বেড়েই চলেছে দেশের কোভিড সংক্রমণ। গত কয়েক সপ্তাহ ধরেই তা ধারাবাহিক ভাবে বাড়ছে। বাড়তে বাড়তে তা ফের ৬ হাজার ছাড়াল। প্রায় সাড়ে ৬ মাস পর ফের এতটা বেশি দেশের দৈনিক সংক্রমণ। যা নিয়ে নতুন করে চতুর্থ ঢেউয়ের উদ্বেগ তৈরি করছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫০ জন। যা গতকালের থেকে প্রায় ১৩ শতাংশ বেশি। গত কাল দেশে আক্রান্ত হয়েছিলেন ৫ হাজার ৩৩৫ জন। দৈনিক আক্রান্ত বেড়ে চলায় দেশে সক্রিয় রোগীর সংখ্যাও বাড়ছে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ২৮ হাজার ৩০৩ জন। আক্রান্ত বৃদ্ধির সঙ্গে দেশের বিভিন্ন রাজ্যে কোভিডের জেরে মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যুর খবর জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

দেশে কোভিড সংক্রমণের বাড়বাড়ন্ত নতুন করে উদ্বেগ তৈরি করেছে। শুক্রবার দৈনিক আক্রান্ত ৬ হাজার পার করেছে। সেই সঙ্গে দৈনিক সংক্রমণের হারও গত কয়েক দিন ধরেই তিন শতাংশের বেশি রয়েছে। তবে আক্রান্তরা সুস্থও হয়ে উঠছেন। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩২০ জন কোভিড আক্রান্ত সুস্থ হয়েছেন। গোটা অতিমারি পর্বে যত জন আক্রান্ত হয়েছেন তার মধ্যে ৯৮.৭৫ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন।

কেরল, মহারাষ্ট্র, কর্নাটক, গুজরাত, হিমাচল প্রদেশের মতো রাজ্য গুলিতে গত কয়েক দিনে অনেকটাই বেড়েছে আক্রান্তের সংখ্যা। দিল্লিতেও গত এক সপ্তাহে কোভিড সংক্রমণের বাড়বাড়ন্ত লক্ষ্য করা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগী হয়েছে কেন্দ্র। এর মধ্যেই দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রীদের সঙ্গে শুক্রবার বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। দেশের কোভিড পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হবে সেই বৈঠকে। রাজ্যগুলিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক নির্দেশও দেওয়া হতে পারে।

Next Article