নয়া দিল্লি: অভিযোজিত করোনা ভাইরাস (New Strain of Coronavirus) চোখ রাঙালেও নতুন বছরে অনেকটাই স্বস্তি দিচ্ছে করোনা সংক্রমণ। দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা কমায় দেশে বাড়ছে সুস্থতার হার (Recovery Rate)। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৬.৪২ শতাংশে, যা বাকি দেশগুলির তুলনায় অনেকটাই ভাল।
আগামী সপ্তাহ থেকেই শুরু হবে করোনার টিকাকরণ প্রক্রিয়া। তার আগেই নিম্নমুখী করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬৪৫ জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ৪ লাখ ৫০ হাজার ২৮৪-এ। তবে সক্রিয় রোগীর সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম, বর্তমানে মোট ২ লাখ ২৩ হাজার ৩৩৫ জন ব্যক্তি চিকিৎসাধীন রয়েছে।
আরও পড়ুন: নিজেদের আটক সেনাকে ফিরে পেতে ভারতকে চোখ রাঙাচ্ছে লাল ফৌজ
সংক্রমণের শুরু থেকেই দেশে মৃতের তুলনায় সুস্থতার হারই বেশি। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে ২০১ জন রোগীর মৃত্যু হয়েছে। গতকালের পরিসংখ্যান মিলিয়ে দেশে মোট ১ লক্ষ ৫০ হাজার ৯৯৯ জন মারা গিয়েছেন। সেখানেই একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ২৯৯ জন। এই নিয়ে এখনও পর্যন্ত মোট ১ কোটি ৭৫ হাজার ৯৫০ জন করোনা আক্রান্ত ব্যক্তিই সুস্থ হয়ে উঠেছেন।
ইতিমধ্যেই দেশে দুটি করোনা প্রতিষেধক টিকা (COVID-19 Vaccine) আপৎকালীন ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে। দেশের প্রতিটি রাজ্যে দুই দফায় ভ্যাকসিনের ড্রাই রান করে টিকাকরণ প্রক্রিয়ার যাবতীয় প্রক্রিয়া যাচাই করে নেওয়া হয়েছে। প্রথম দফায় দেশের প্রায় ১ লক্ষ প্রথম সারির করোনা যোদ্ধা টিকা পাবেন। তারপর দেশের প্রবীণ ও ঝুঁকিপ্রবণ ব্যক্তিরা টিকা পাবেন।
আরও পড়ুন: কৃষক আন্দোলনের জেরে ছড়াতে পারে বার্ড-ফ্লু, ‘বিদঘুটে’ দাবি বিজেপি বিধায়কের