কৃষক আন্দোলনের জেরে ছড়াতে পারে বার্ড-ফ্লু, ‘বিদঘুটে’ দাবি বিজেপি বিধায়কের
রাজস্থানের বিজেপি বিধায়ক মদন দিলওয়ারের কটাক্ষ, রাজধানী সীমান্তে কৃষক আন্দোলনের নামে পিকনিক হচ্ছে।
জয়পুর: দিল্লি-হরিয়ানার সিংঘু সীমানায় আরও এক কৃষক বিষ খেয়ে আত্মহত্যা করেছেন রবিবার। এর আগে একাধিক কৃষক আত্মহননের পথ বেছেছেন। এরপরও রাজধানী সীমান্তে এই কৃষক আন্দোলনের মধ্যে জঙ্গি কার্যকলাপের গন্ধ পাচ্ছেন বিজেপি বিধায়ক মদন দিলওয়ার। শুধুই জঙ্গি কার্যকলাপ নয়, আন্দোলনকারী কৃষকরা দেশজুড়ে বার্ড ফ্লু ছড়াতে পারেন বলে বিস্ফোরক অভিযোগ করে বসেন তিনি। তাঁর এই মন্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে।
রাজস্থানের বিজেপি বিধায়ক মদন দিলওয়ারের কটাক্ষ, রাজধানী সীমান্তে কৃষক আন্দোলনের নামে পিকনিক হচ্ছে। কৃষকরা বিরিয়ানি খাচ্ছেন, কাজু-বাদাম খাচ্ছেন। নানা আমোদ-প্রমোদ চলছে সেখানে। আরও বিস্ফোরক অভিযোগ, জঙ্গি, চোর, লুটেরা থাকতে পারে আন্দোলনকারীদের মধ্যে। এরা কৃষকদের শত্রু। তাঁর কটাক্ষ, যেভাবে কৃষকরা চিকেন-বিরিয়ানি খাচ্ছেন, তাদের না হটালে দেশজুড়ে বার্ড ফ্লু ছড়াতে পারে। তাঁর এই মন্তব্যে পাল্টা সমালোচনায় নেমেছেন নেটিজেনরা।
আরও পড়ুন- ফের আত্মঘাতী আন্দোলনকারী কৃষক! এবার সিংঘু সীমানা
উল্লেখ্য, কেন্দ্রের সঙ্গে কৃষকদের অষ্টম দফায় বৈঠকেও রফাসূত্র মেলেনি। আলোচনা অব্যাহত চলছে। তবে, কৃষি আইন প্রত্য়াহারে অনড় কৃষকরাও। রবিবার ৪৬ দিনে পড়েছে কৃষকদের আন্দোলন। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিভিন্ন ভাবে সরকারের উপর চাপ সৃষ্টির সত্ত্বেও কোনও ফল হয়নি। কৃষকদের স্বার্থেই এই আইন সংশোধন করা হয়ে বলে কেন্দ্রের দাবি। তাই রদের কোনও প্রশ্ন নেই।