ফের আত্মঘাতী আন্দোলনকারী কৃষক! এবার সিংঘু সীমানা

এর আগে দিল্লি-গাজিয়াবাদ সীমানায় আত্মহত্যা করেন ৭৫ বছর বয়সি এক কৃষক।

ফের আত্মঘাতী আন্দোলনকারী কৃষক! এবার সিংঘু সীমানা
কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে জোরাল আন্দোলন রাজধানীতে।
Follow Us:
| Updated on: Jan 10, 2021 | 9:57 AM

নয়া দিল্লি: আত্মঘাতী হলেন আরও এক প্রতিবাদী কৃষক। শনিবার দিল্লি-হরিয়ানার সিংঘু সীমানায় বিষ খেয়ে আত্মহত্যা করেন পঞ্জাবের ফতেগড় সাহিবের এক কৃষক। নাম অমরিন্দর সিং। বয়স ৪০ বছর। সিংঘুর আন্দোলনকারী এক কৃষক জানান, এদিন সন্ধ্যায় সীমানায় প্রতিবাদী মঞ্চের পিছনে গিয়ে বিষ খান অমরিন্দর। এরপরই মঞ্চের সামনে এসে পড়ে যান। অন্যান্য কৃষকরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে ৭টা নাগাদ মৃত্যু হয় তাঁর। কেন্দ্রের কৃষি আইনের (Farm Laws) প্রতিবাদে এই আত্মহত্যা বলেই জানিয়েছেন আন্দোলনকারীরা।

রবিবার ৪৬ দিনে পা দিল দিল্লির কৃষক আন্দোলন। কেন্দ্রের নয়া তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এই আন্দোলন চলছে। ইতিমধ্যেই আটবার মুখোমুখি হয়েছে কেন্দ্র ও কৃষক সংগঠনগুলি। তবে এখনও কোনও সমাধানসূত্রের দেখা নেই। কৃষকরা সাফ জানিয়েছেন, এই আইন প্রত্যাহার করতে হবে কেন্দ্রকে। এদিকে কেন্দ্রেরও দাবি, অনেক ভেবেই ‘কৃষক মঙ্গল’ এই আইন তারা এনেছে। তাই তা রদের কোনও প্রশ্নই নেই।

আরও পড়ুন: প্রমোটিংয়ের জন্য বাড়ি ছাড়তে হবে, ‘হুমকি’ ভাড়াটে পরিবারকে

রবিবার সকালে সরকারি হাসপাতালে ময়না তদন্ত হবে অমরিন্দরের। এদিকে এখনও অবধি তাঁর পরিবারের কারও খোঁজ পাওয়া যায়নি। তাই তদন্ত-পরবর্তী দেহ তুলে দেওয়া হবে আন্দোলনকারী কৃষকদের হাতেই। এই নিয়ে এক মাসে দু’জন আন্দোলনকারী কৃষক আত্মহত্যা করলেন। এর আগে দিল্লি-গাজিয়াবাদ সীমানায় আত্মহত্যা করেন ৭৫ বছর বয়সি এক কৃষক।

উত্তর প্রদেশের ওই কৃষকের নাম কাশ্মীর সিং লাদি। তাঁর মৃতদেহ একটি শৌচাগারের পাশ থেকে উদ্ধার হয়। সঙ্গে একটি চিঠিও ছিল। চিঠিতে লাদি লিখেছিলেন, “আর কত দিন ঠান্ডার মধ্যে বসে থাকব? সরকার আমাদের কথা শুনছে না। আমার জীবন ত্যাগ করছি যাতে কোনও সমাধান আসে।”