নয়াদিল্লি: কেনার আগে পোশাক পরে দেখার জন্য থাকে ট্রায়াল রুম। শপিংমলের পাশাপাশি অধিকাংশ পোশাকের দোকানেই থাকে পোশাক পরে দেখার জন্য নির্দিষ্ট জায়গা। সম্প্রতি এক শপিংমলের ট্রায়াল রুমে এমন অপ্রীতিকর পরিস্থিতির তৈরি হয়েছিল যা দেখে অবাক ওই মলের কর্মীরা। এই ঘটনার একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, শপিংমলের কর্মীরা ট্রায়াল রুমের দরজায় বার বার ধাক্কা দিচ্ছেন। কিন্ত ট্রায়াল রুম থেকে কেউ বেরচ্ছেন না। অথচ ট্রায়াল রুমের ভিতর থেকে এক যুবতী এবং যুবকের গলার আওয়াজ শোনা যাচ্ছে। সেই আওয়াজ শুনে বোঝা যাচ্ছে, ওই যুবক-যুবতী যৌনতায় লিপ্ত হয়েছেন। যুবতী বার বার বারণ করলেও যুবক তাঁকে জোর করছেন। এই শব্ধ শুনেই শপিং মলের কর্মীরা দরজা ধাক্কাতে থাকেন। শপিংমলের মধ্যে এই ধরনের কাজ না করতে বলেন। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর এক যুবক বেরিয়ে আসেন ট্রায়াল রুমের ভিতর থেকে।
কিন্তু যুবক বেরিয়ে এলেও কোনও যুবতী ট্রায়াল রুমের ভিতর থেকে বেরোননি। জানা গিয়েছে, ওই যুবক একাই ঢুকেছিলেন ট্রায়াল রুমে। মোবাইলের মাধ্যমে তিনি ওই ধরনের আওয়াজ করছিলেন। জানা গিয়েছে, এটি একটি প্রাঙ্ক ভিডিয়ো। শপিংমলের কর্মীদের সঙ্গে মশকরা করতেই ওই কাজ করেছেন যুবক।