দেশ তথা বিশ্বে ক্রমশ ছড়িয়ে পড়ছে ওমিক্রন সংক্রমণ। দেশে এখনও অবধি ১২৬ জন ওমিক্রনে আক্রান্তের খোঁজ মিলেছে। অন্যদিকে বিশ্বেও ৯৯টি দেশে ওমিক্রন সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে দেশবাসীকে বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়া নিয়ে সতর্ক করেছে কেন্দ্র। করোনা ও ওমিক্রন সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-
ব্রিটেনে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে ওমিক্রন সংক্রমণ। ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন করে করোনা সংক্রমিত ৬০ শতাংশ রোগীর দেহেই ওমিক্রনের হদিশ মিলেছে। এই আবহ ব্রিটেন নিয়ে সতর্ক জার্মানি। ব্রিটেন থেকে জার্মানি আগত যাত্রীদের করোনা টিকাকরণ সম্পূর্ণ হলেও ১৪ দিনের নিভৃতবাসে থাকতে হবে। এমনটাই জানিয়েছে জার্মানির জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর।
কেন্দ্র ও রাজ্যের আধিকারিকদের মতে, দেশের ১১ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তকে সনাক্ত করা হয়েছে। এক নজরে দেশে রাজওয়াড়ি ওমিক্রন আক্রান্তের সংখ্যা- মহারাষ্ট্র (৪৮), দিল্লি (২২), রাজস্থান (১৭) এবং কর্ণাটক (১৪), তেলেঙ্গানা (২০), গুজরাট (১০), কেরালা (১১), অন্ধ্র প্রদেশ (১), চণ্ডীগঢ় (১), তামিলনাড়ু (১) এবং পশ্চিমবঙ্গ (১)।
ব্রিটেনে করোনা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক দিকে যাচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার যে সম্ভবনা দেখা গিয়েছিল, ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রীর কথায় উদ্বেগ আরও বাড়ল। ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ জানিয়েছেন, ব্রিটেনে নতুন করা ধরা করোনা রোগীদের মধ্যে ৬০ শতাংশ রোগীর দেহেই করোনার মারাত্মক ওমিক্রন ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে।
ওমিক্রন আতঙ্গে ত্রস্ত সমগ্র বিশ্ব। ইতিমধ্যেই ব্রিটেনের পরিস্থিতি উদ্বেগজনক। এমনকি স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে। জানা গিয়েছে, এখনও অবধি ৮৯ টি দেশে ওমিক্রন আক্রান্ত রোগীর হদিশ মিলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যেসব এলাকায় গোষ্ঠী সংক্রমণ দেখা দিয়েছে সেখানে দেড় থেকে তিনগুণ হারে সংক্রমণ ছড়িয়ে পড়ছে।
দেশে ক্রমশই বাড়ছে উদ্বেগ। করোনার নয়া ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এই আতঙ্কের আবহে গুজরাটে আরও ৩ ওমিক্রন আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে। জানা গিয়েছে করোনা আক্রান্ত ওই ৩ জনের জিনোম সিকোয়েন্সিংয়ের পরই ওমিক্রন সংক্রমণের কথা জানা গিয়েছে। একজন পুরুষ, একজন মহিলা ও এক ১৫ বছর বয়সী কিশোর ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। জানা গিয়েছে, ব্রিটেন ও সংযুক্ত আরব আমিরশাহি থেকে তারা দেশে ফিরেছিলেন। তাদের অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা।
লন্ডনের মেয়র সাদিক খান ওমিক্রন সংক্রমণের কথা মাথায় রেখে সরকারের থেকে আরও সাহায্যের আবেদন জানিয়েছেন। প্রশাসনের সঙ্গে জনগণের আরও ভাল সমন্বয় প্রয়োজন বলেও তিনি জানান। তাঁর দাবি, সংক্রমণ বাড়ায় একদিকে যেমন হাসপাতালগুলিতে চাপ বেড়েছে, তেমনই স্বাস্থ্যকর্মীদেরও অভাব দেখা দিয়েছে। অনেকেই কাজে আসতে চাইছেন না। এতেই বোঝা যাচ্ছে, পরিস্থিতি কতটা ভয়াবহ।
ব্রিটেনের সরকারি পরামর্শদাতাদের দাবি, এটা কেবল হিমশৈলের চূড়া। ওমিক্রন সংক্রমণের শিকড় ছড়িয়ে গিয়েছে দেশের অন্দরে।সংক্রমণ কতটা গুরুতর আকার ধারণ করতে পারে, তা এখনও আন্দাজ করা যাচ্ছে না। তবে ডেল্টা ভ্যারিয়েন্টের সঙ্গে তুলনা করলে বলাই চলে যে, দ্রুত হারে রোগী সংখ্য়া বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলির উপর বিপুল চাপ সৃষ্টি হবে। ভেঙে পড়তে পারে স্বাস্থ্য ব্যবস্থাও।
গোটা দেশের সার্বিক করোনাগ্রাফে সামান্য পরির্বতন লক্ষ্য করা গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮১ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ৭ হাজার ১৪৫ জন। যা গতকালের তুলনায় আরও একটু বেড়েছে। একদিনে করোনার বলি হয়েছেন ২৬৪ জন।
বিস্তারিত পড়ুন: Corona Virus: ৭ হাজারের ঘরেই সংক্রমণ, সামান্য কমল দৈনিক সুস্থ হয়ে ওঠার সংখ্যা
দেশের মধ্যে সর্বাধিক ওমিক্রন আক্রান্তের সংখ্য়া মহারাষ্ট্রেই। সেখানে শনিবারও নতুন করে তিনজন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। সম্প্রতি উগান্ডা থেকে সাতারা জেলায় ফেরত আসা এক দম্পতি ও তাদের ১৩ বছরের মেয়ে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। তবে তাদের অপর কন্য়া করোনা আক্রান্ত হলেও, ওমিক্রনে সংক্রমিত নয় বলেই জানা গিয়েছে।
অন্যদিকে, কেরলেও ক্রমশ বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্য়া। গতকাল তিরুবনন্তপুরম থেকে দুইজন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে, তাদের বয়স ১৭ ও ৪৪। এছাড়া মলপ্পুরমে ৩৭ বছর বয়সী একজন ও ত্রিশূর জেলায় ৪৯ বছর বয়সী একজন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। তিরুবনন্তপুরমের আক্রান্তদের মধ্যে ১৭ বছরের কিশোর সম্প্রতি ব্রিটেন থেকে ফিরেছিল, অন্যদিকে ৪৪ বছর বয়সী রোগী একটি চার্টার্ড বিমানে করে তিউনেশিয়া থেকে এসেছিলেন। মলপ্পুরমে যিনি আক্রান্ত হয়েছেন, তিনি সম্প্রতিই তানজানিয়া থেকে ফিরেছেন এবং ত্রিশূরের বাসিন্দা সম্প্রতি কেনিয়া থেকে এসেছিলেন বলে জানান কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ।
শনিবার কর্নাটকে নতুন করে যে ৬ জন আক্রান্তের খোঁজ মিলেছে, তাদের মধ্যে একজন ব্রিটেন থেকে ফিরেছিলেন সম্প্রতি। বাকি ৫ জন আক্রান্তই দক্ষিণ কন্নড় জেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠান, যা কোভিড ক্লাস্টার হিসাবে ঘোষণা করা হয়েছে, সেখানের পড়ুয়া। আক্রান্তদের বিদেশে ভ্রমণের ইতিহাস রয়েছে কিনা কিংবা তারা কোনও বিদেশ থেকে আগত পড়ুয়ার সংস্পর্শে এসেছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর টুইট করে জানান, দক্ষিণ কন্নড় জেলায় দুটি ক্লাস্টার চিহ্নিত করা হয়েছে। দুটি শিক্ষা প্রতিষ্ঠান থেকেই করোনা সংক্রমণ ছড়াচ্ছে বলে মনে করা হচ্ছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৪ জন করোনা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্য়ে ৪ জন আবার ওমিক্রনে আক্রান্ত। অপর একটি শিক্ষা প্রতিষ্ঠানে ১৯ জন আক্রান্ত হয়েছেন, তাদের মধ্য়ে একজনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। ব্রিটেন ফেরত এক যাত্রীও ওমিক্রনে সংক্রমিত বলে জানা গিয়েছে।
উৎসবের মরশুমে যেখানে আনন্দে মাতোয়ারা হয়ে থাকার কথা, সেখানেই ওমিক্রনের আতঙ্কে কার্যত লকডাউন জারি হল নেদারল্যান্ডে। দেশের প্রধানমন্ত্রী জানিয়েছেন, অত্য়াবশ্যকীয় পণ্য ছাড়া সমস্ত দোকান, বিনোদন ও সাংস্কৃতিক কেন্দ্রগুলি আগামী ১৪ জানুয়ারি অবধি বন্ধ থাকবে। স্কুলগুলিও আগামী ৯ জানুয়ারি অবধি বন্ধ থাকবে।
চলতি মাসের শুরুতেই দেশে প্রথম ওমিক্রন (Omicron) আক্রান্তের খোঁজ মিলেছিল। প্রায় ১৫ দিনের মধ্যেই আক্রান্তের সংখ্যা ১০০ পার করেছে। যত সময় এগোচ্ছে, দেশে ততই হু হু করে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। শনিবারও কর্নাটকে (Karnataka) ৬ জন , কেরলে (Kerala) ৪ জন ও মহারাষ্ট্রে (Maharashtra) ৩ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ মেলায়, দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৬-এ।