নয়া দিল্লি: গত পাঁচ মাসে কমল দৈনিক সংক্রমণের গ্রাফ। ক্রমশই স্বস্তি বাড়াচ্ছে দেশে করোনা ভাইরাস(COVID-19) সংক্রমণের পরিসংখ্যান। গত২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা(COVID-19) আক্রান্ত হয়েছেন ২৬,৫৬৭ জন। অর্থাৎ সরকারি পরিসংখ্যান মেনে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৯,৭০,৩৭৭০। জুলাইয়ে ২.৩ লক্ষ নমুনা পরীক্ষার মধ্যে পজিটিভ কেসের হার ছিল ৯.৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১০ লক্ষ নমুনা পরীক্ষায় এই সংখ্যাটাই কমে হয়েছে ২.৬ শতাংশ। দেশে এখন মোট কোভিডমুক্ত ৯১,৭৮,৯৪৬। দেশে মোট মৃতের সংখ্যা ১,৪০,৯৫৮।
উৎসবের মরশুম থেকেই নিম্নমুখী ছিল করোনাগ্রাফ। অক্টোবরে দেশে মোট করেনা আক্রান্তের সংখ্যা ছিল ১৮.৩ লক্ষ। সেপ্টেম্বরে যা ছিল ২৬.২ লক্ষ। অর্থাৎ, প্রায় ৩০% হ্রাস পেয়েছিল সংক্রমণের হার। গত নভেম্বরে, হ্রাস পেয়েছিল দৈনিক সংক্রমণ। ৪৩ হাজারের গ্রাফ সোজা নেমে এসেছিল ৪১ হাজারে।
একনজরে করোনার গ্রাফ
• গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ৩৮৫। কমেছে দৈনিক মৃত্যুহার।
• বাড়ল সুস্থতার হার। ৯৪.৬ শতাংশ কোভিড মু্ক্ত।
• উৎসব মরশুমের পরেও সংক্রমণের হার কমল মহারাষ্ট্র,দিল্লি ও পশ্চিমবঙ্গে। তিনমাস পর দৈনিক সংক্রমণের হার কমিয়ে রেকর্ড গড়ল দিল্লি।
• আগামী বুধবার, ভারতে সেরাম,ফাইজার ও বায়োটেকের করোনা টিকার জরুরি অনুমোদন সংক্রান্ত সমস্ত তথ্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার কাছে সুপারিশ করবে বিশেষ বিশেষজ্ঞ কমিটি।
আরও পড়ুন : প্রতীক্ষার অবসান! দেশে শীঘ্রই আসছে করোনা প্রতিষেধক: মোদী
ভারতে কোভিড সংক্রমণে সর্বাধিক এগিয়ে থাকা মহারাষ্ট্রে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৮,৫৫,৩৪১। দ্বিতীয় স্থানে রয়েছে কর্ণাটক (৮৯৪০০৪)। তৃতীয় তামিলনাড়ু (৭৯১৫৫২) ও তারপর কেরল(৬৩১৬১৫)। দেশের রাজধানীর নতুন রেকর্ড। তিনমাসে প্রথম নামল সংক্রমণের গ্রাফ। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১৬৭৪।
আরও পড়ুন : অক্সিজেনের অভাবে মৃত্যু হল ৬ করোনা রোগীর
প্রসঙ্গত, ভারতে ফাইজা়রের(Pfizer) পাশাপাশি কোভিশিল্ডের জরুরি ভিত্তিতে অনুমোদন চেয়েছে সেরাম ইন্সটিটিউট। ফাইজা়রের(Pfizer) ট্রায়াল এখানে হয়নি। ২০২১-এই ভারতে শুরু হতে পারে টিকাকরণের কর্মসূচি। ব্রিটেনে আজ থেকেই চালু হয়েছে ফাইজা়র টিকাপ্রদান।