নয়া দিল্লি: ভ্যাকসিন নির্মাতা সংস্থাগুলির সুরক্ষার ব্যবস্থা করুক সরকার। দাবি তুললেন সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা (Adar Poonawala)। তাঁর আর্জি, এই অতিমারির সময়ে যে সমস্ত সংস্থা টিকা তৈরি করছে তাদের সুরক্ষার দিকটি কেন্দ্র সরকারের দেখা দরকার। তা না হলে অনেকেই মিথ্যা অভিযোগ তুলে সংস্থার নামে অপপ্রচার চালাবে।
আরও পড়ুন: আজ রবিঠাকুরের শান্তিনিকেতনে শাহ, সফর ঘিরে নিরাপত্তার কড়া বেষ্টনী
গ্লোবাল টেকনোলজি সামিট ২০২০তে অংশ নিয়ে পুনাওয়ালা বলেন, “আমরা চাই যারা টিকা তৈরির কাজ করছে তাদের আইনি নিরাপত্তার দিকটি নিয়ে কেন্দ্র আশ্বস্ত করুক। আমেরিকা এ বিষয়ে ইতিমধ্যেই ভাবনা চিন্তা করেছে।”
সম্প্রতি চেন্নাইয়ের এক ব্যক্তি অভিযোগ তোলেন, অক্সফোর্ড ভ্যাকসিন ট্রায়ালের পর তাঁর শরীরে বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে। এ নিয়ে সেরামের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মামলাও ঠোকেন তিনি। সেরাম কর্তার বক্তব্য, এ ধরনের ঘটনায় সংস্থার নাম খারাপ হয়। সরকারের উচিৎ অন্যায়ভাবে হেয় প্রমাণের এই চেষ্টা আটকাতে হস্তক্ষেপ করা।
আরও পড়ুন: ২৫ দিনে পড়ল অন্নদাতাদের আন্দোলন, আজ ‘শহিদ’ স্মরণ কৃষকদের
পুনাওয়ালার দাবি, যে সমস্ত সংস্থা টিকা তৈরি করে, তারা সবরকম সুরক্ষার কথা মাথায় রেখেই নামে। মানুষকে সবরকমভাবে সুরক্ষিত রাখাই টিকা নির্মাতাদের এক মাত্র লক্ষ্য। সেখানে এই ধরনের অভিযোগ শুধুমাত্র সংস্থার নাম নষ্ট করে তেমনটাই নয়, সাধারণ মানুষের মধ্যেই ভয়ের উদ্রেক করে।
চেন্নাইয়ের ওই ব্যক্তি অভিযোগ তোলেন, পরীক্ষামূলকভাবে ওই টিকা গ্রহণের পর কোনও কিছু মনে রাখতে সমস্যা হচ্ছে। স্নায়ুর সমস্যা দেখা দিয়েছে। পাল্টা সেরামও জানায়, টিকার ফলে এমন কিছু ঘটার সম্ভাবনাই নেই। পাল্টা তারাও আইনি পথে হাঁটার কথা জানায়। এরইমধ্যে গ্লোবাল টেকনোলজি সামিট ২০২০তে সেরাম কর্তা টিকা নির্মাণকারী সংস্থার সুরক্ষার দিকটি নিয়ে সরব হন।