৯-৬ সবেতেই ‘না’, করোনা জয়ীরা কবে টিকা পাবেন, সাফ জানাল কেন্দ্র

সুমন মহাপাত্র | Edited By:

May 19, 2021 | 6:19 PM

এর আগে জাতীয় বিশেষজ্ঞ দল জানিয়েছিল করোনা টিকার দুই ডোজ়ের মধ্যে ব্যবধান বৃদ্ধি করার কথা।

৯-৬ সবেতেই না, করোনা জয়ীরা কবে টিকা পাবেন, সাফ জানাল কেন্দ্র
টিকা নেওয়ার লম্বা লাইন। ছবি:PTI

Follow Us

নয়া দিল্লি: কবে টিকা (COVID Vaccine) পাবেন করোনা জয়ীরা? এই প্রশ্নের একাধিক উত্তর ঘুরে বেড়াচ্ছিল সকলের মধ্যে। করোনার বিশেষজ্ঞ দল সুপারিশ করেছিল টিকা দেওয়া হোক সুস্থ হয়ে ওঠার ৯ মাস পরে। তখনই একাধিক চিকিৎসক কার্যত বিশেষজ্ঞ দলের বিরুদ্ধে সওয়াল করেছিলেন। তাঁরা দাবি করেছিলেন করোনা জয়ের ৬ মাস পরে টিকা না নিলে ফের সংক্রমিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তাই কেন্দ্র সাফ জানাল, করোনা জয়ীরা টিকা নিতে পারবেন সেরে ওঠার ৩ মাস পরেই।

এর আগে জাতীয় বিশেষজ্ঞ দল জানিয়েছিল করোনা টিকার দুই ডোজ়ের মধ্যে ব্যবধান বৃদ্ধি করার কথা। সেই সুপারিশ মেনে নিয়েই দুই ডোজ়ের মধ্যে ৩ মাসের ব্যবধান করেছে কেন্দ্র। কিন্তু এ ক্ষেত্রে জাতীয় বিশেষজ্ঞ দলের সুপারিশের বিপক্ষে হেঁটেই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। বিশেষজ্ঞ দল ৯ মাসের সুপারিশ দেওয়ার পরই একাধিক চিকিৎসক এর বিপক্ষে কথা বলেছিলেন। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে চিকিৎসক প্রিয়া সম্পথকুমার ও চিকিৎসক রাহুল পন্ডিত জানিয়েছেন, করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর অ্যান্টিবডি থাকে ৬ সপ্তাহ পর্যন্ত। ভ্য়াকসিন নেওয়ার ক্ষেত্রে এর থেকে বেশি দেরি করলে পুনঃসংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়। ডঃ পন্ডিত বলেন, “কোনওকিছুই ৬ মাসের বেশি মানেই ঝুঁকিপূর্ণ।”

সেই আশঙ্কা থেকেই করোনা জয়ের ৩ মাস পরে টিকা দেওয়ার পথে হাঁটছে কেন্দ্র। এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ। দেশে ক্রমাগত বাড়ছে টিকার চাহিদা। কিন্তু পর্যাপ্ত জোগান নেই। এই পরিস্থিতিতে টিকা সঙ্কট মেটাতে একাধিক ওষুধ নির্মাতা সংস্থার হাতে ভ্য়াকসিনের ফর্মুলা তুলে দেওয়ার দাবি করছেন এক অংশের মানুষ। খোদ কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকরীও এই দাবি করেছেন। সেই দাবির কিছুটা মেনে নিয়ে গুজরাটের এক ওষুধ নির্মাতা কোম্পানির হাতে কোভ্যাক্সিনের ফর্মুলা তুলে দিয়েছে ভারত বায়োটেক। অল্প দিনেই সেখানে উৎপাদন শুরু হতে পারে বলে জানা গিয়েছে।

দেশে এ পর্যন্ত মোট করোনা টিকা পেয়েছেন ১৮ কোটি ৫৮ লক্ষ মানুষ। যা ১৪১ কোটির দেশে অত্যন্ত কম। তবে লাগাতার কয়েকদিন ধরেই দৈনিক সংক্রমণের গতি কমছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ লক্ষ ৬৭ হাজার ৩৩৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৮৯ হাজার ৮৫১ জন। সুস্থতার হার বাড়লেও ফের রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৪৫২৯ জনের মৃত্যু হয়েছে, যা এখনও অবধি সর্বোচ্চ মৃতের সংখ্যা। এই নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লক্ষ ৮৩ হাজার ২৪৮-এ। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৫৪ লাখ ৯৬ হাজার ৩৩০। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২ কোটি ১৯ লক্ষ ৮৬ হাজার ৩৬৩ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩২ লক্ষ ২৬ হাজার ৭১৯।

আরও পড়ুন: তাউটে তাণ্ডবের পর গুজরাট পরিদর্শনে প্রধানমন্ত্রী

Next Article