তাউটে তাণ্ডবের পর গুজরাট পরিদর্শনে প্রধানমন্ত্রী
বিজয় রূপানি জানিয়েছেন, ১৬ হাজারের বেশি বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। ৪০ হাজার গাছ ও ৭০ হাজার কারেন্টের খুঁটি উপড়ে পড়েছে। ৫ হাজার ৯৫১টি গ্রামে বিদ্যুৎ নেই।
ভাবনগর: প্রবল শক্তি নিয়ে গুজরাট (Gujrat) উপকূলে আছড়ে পড়েছিল বিধ্বংসী ঘূর্ণিঝড় তাউটে। যার দাপটে তছনছ হয়ে গিয়েছে গুজরাট। এ বার ঘূর্ণিঝড় বিধ্বস্ত গুজরাট পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীও। দিল্লি থেকে ভাবনগরে নেমে উনা, দিউ, জাফরবাদ মহুভা আকাশ পথে ঘুরে দেখেন মোদী।
পরিদর্শনের পর পরিস্থিতি নিয়ে আহমেদাবাদ একটি বৈঠক করার কথা প্রধানমন্ত্রীর। ঘূর্ণিঝড়ের দাপটে গুজরাটে ১৩ জনের মৃত্যু হয়েছে। গুজরাটের বিস্তীর্ণ অঞ্চলে কারেন্টের খুঁটি উপড়ে পড়েছে, ছিঁড়ে গিয়েছে তার। ১৭৫ কিলোমিটারের থেকেও বেশি বেগে হাওয়া বয়েছে গুজরাটের ওপর দিয়ে। তাউটে শক্তি হারানোর পরও সৌরাষ্ট্র ও উত্তরাংশে ভারী বৃষ্টিপাত হয়েছে।
গুজরাটের সামগ্রিক অবস্থার বর্ণনা দিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জানিয়েছেন, ১৬ হাজারের বেশি বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। ৪০ হাজার গাছ ও ৭০ হাজার কারেন্টের খুঁটি উপড়ে পড়েছে। ৫ হাজার ৯৫১টি গ্রামে বিদ্যুৎ নেই। শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় তাউটে দুর্বল হলেও গতকাল থেকে তার প্রভাবে বৃষ্টিপাত হয় গুজরাটের একাধিক এলাকায়। আমরেলি, ভাবনগর, রাজকোট ও সুরেন্দ্রনগরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়। তাউটে তাণ্ডবের পর ফোনে মহারাষ্ট্র, গুজরাট ও গোয়ার মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঁচ রাজ্যেই উদ্ধারকার্য চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, নৌসেনা ও বায়ু সেনা।
আরও পড়ুন: ‘আপনার বস কি এসব শুনছেন?’, গডকরীকে প্রশ্ন জয়রাম রমেশের