Covid Vaccine: বুস্টার ডোজের জন্য ছাড়পত্র পেতে চলেছে ভারতের আরও এক কোভিড ভ্যাকসিন

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jan 12, 2023 | 10:50 PM

ইতিমধ্যে প্রাপ্তবয়স্ক যাঁরা কোভিশিল্ড অথবা কোভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন, তাঁরা বুস্টার ডোজ হিসেবে এই ভ্যাকসিনটি নিতে পারেন। বিশেষজ্ঞ কমিটি এটিকে বাজারে ছাড়পত্র দেওয়ার সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে।

Covid Vaccine: বুস্টার ডোজের জন্য ছাড়পত্র পেতে চলেছে ভারতের আরও এক কোভিড ভ্যাকসিন
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: চিন সহ বিভিন্ন দেশে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে করোনা। এই পরিস্থিতিতে ভারতের আরও একটি কোভিড ভ্যাকসিনকে বুস্টার ডোজ হিসাবে ছাড়পত্র দেওয়ার ব্যাপারে সম্মতি দিল কেন্দ্রীয় কমিটি। সিরাম ইনস্টিটিউট (SII)-এর কোভোভ্যাক্স কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ হিসাবে ব্যবহার করা যেতে পারে বলে অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের সেন্টাল ড্রাগ রেগুলেটরি অথরিটি।

জানা গিয়েছে, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া-র ডিরেক্টর প্রকাশ কুমার সিং সম্প্রতি ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া (DGCI)-এর কাছে কোভোভ্যাক্স-কে কোভিড বুস্টার ডোজ হিসাবে অনুমোদন দেওয়ার আবেদন জানিয়ে চিঠি দিয়েছিলেন। বর্তমানে যেভাবে ফের বিভিন্ন দেশে কোভিডের নয়া ভ্যারিয়েন্ট মাথাচাড়া দিয়ে উঠছে, তার থেকে সতর্কতা হিসাবে এবং করোনা মহামারীর পুনরাবৃত্তি ঠেকাতে ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে বুস্টার ডোজ হিসাবে কোভোভ্যাক্স ব্যবহার করার অনুমোদন চেয়েছিলেন তিনি। সেই আবেদনের পরিপেক্ষিতেই এবার সিরাম ইনস্টিটিউর কোভোভ্যাক্স-কে বুস্টার ডোজ হিসাবে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

নাম প্রকাশে অনিচ্ছুক DGCI-এর এক পদস্থ আধিকারিক জানান, ইতিমধ্যে প্রাপ্তবয়স্ক যাঁরা কোভিশিল্ড অথবা কোভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন, তাঁরা বুস্টার ডোজ হিসেবে কোভোভ্যাক্স নিতে পারেন। এব্যাপারে বুধবারই বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত নিয়েছে এবং কোভোভ্যাক্সকে বাজারে ছাড়পত্র দেওয়ার সুপারিশ করেছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৮ ডিসেম্বরে জরুরি ভিত্তিতে প্রাপ্তবয়স্কদের কোভোভ্যাক্স ডোজ ব্যবহার করা যাবে বলে অনুমোদন দিয়েছিল ডিজিসিআই। তারপর গত বছরের ২৮ জুন ১২ থেকে ১৭ বছর বয়সিদের উপর কোভোভ্যাক্স জরুরি ভিত্তিতে ব্যবহার করার অনুমোদন দেয় কেন্দ্র। এরপর গত বছরের ৯ মার্চ বিশেষ ক্ষেত্রে ৭ থেকে ১১ বছর বয়সিদের কোভোভ্যাক্স দেওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছিল। তবে এবার কেন্দ্রীয় কমিটি প্রাপ্তবয়স্ক সকলকে বুস্টার ডোজ হিসাবে কোভোভ্যাক্স দেওয়ার অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর।

Next Article