Vande Bharat Accident: রেললাইনের ধারে দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন, হঠাৎ উড়ে এসে ঘাড়ে পড়ল গরু, তারপরের পরিণতি ভয়ঙ্কর

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 21, 2023 | 10:24 AM

Rajasthan: শিবদয়াল নামক ওই ব্যক্তি সকাল সাড়ে আটটা নাগাদ আলওয়ারের কালী মোরি গেটের কাছে দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন। সেই সময় ওই লাইন দিয়ে আসছিল বন্দে ভারত ট্রেন। হঠাৎই রেললাইনের উপরে চলে আসে একটি গরু। ট্রেনের সঙ্গে সজোরে ধাক্কা লাগে গরুর।

Vande Bharat Accident: রেললাইনের ধারে দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন, হঠাৎ উড়ে এসে ঘাড়ে পড়ল গরু, তারপরের পরিণতি ভয়ঙ্কর
প্রতীকী চিত্র

Follow Us

জয়পুর: বন্দে ভারতে (Vande Bharat Express) ফের গরুর ধাক্কা, গরু ছিটকে গিয়ে ধাক্কা মারল এক ব্যক্তিকে। গরুর ধাক্কায় আঘাত লেগে মৃত্যু হল এক ব্যক্তির। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার। রাজস্থানের (Rajasthan) আলওয়ার জেলায় রেলওয়ে ট্রাকে একটি গরুর (Cow) সঙ্গে ধাক্কা লাগে বন্দে ভারত এক্সপ্রেসের। ওই সময়ে রেললাইনের ধারে দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন এক ব্যক্তি। ট্রেনের ধাক্কায় হঠাৎ উড়ে আসা গরু এসে পড়ল ওই ব্যক্তির গায়ে। গরুর ধাক্কা খেয়ে ছিটকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির।

রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের আলওয়ারের আরাভালি বিহার পুলিশ স্টেশনের কাছে রেললাইনে এই দুর্ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম শিবদয়াল শর্মা। ওই ব্যক্তি আগে ভারতীয় রেলওয়ের ইলেকট্রিশিয়ান পদে কাজ করতেন। ২৩ বছর আগে তিনি অবসর গ্রহণ করেন।

প্রত্য়ক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, শিবদয়াল নামক ওই ব্যক্তি সকাল সাড়ে আটটা নাগাদ আলওয়ারের কালী মোরি গেটের কাছে দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন। সেই সময় ওই লাইন দিয়ে আসছিল বন্দে ভারত ট্রেন। হঠাৎই রেললাইনের উপরে চলে আসে একটি গরু। ট্রেনের সঙ্গে সজোরে ধাক্কা লাগে গরুর। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে গরুটির দেহ টুকরো হয়ে ৩০ মিটার দূরে ছি়টকে পড়ে। শিবদয়াল ওখানেই দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন, গরুর দেহের সঙ্গে ধাক্কা লেগে তিনি রেললাইনের উপরেই পড়ে যান এবং মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ওই ব্য়ক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রসঙ্গত,  সেমি হাইস্পিড বন্দে ভারত ট্রেন যাত্রা শুরু করার পরই একাধিক রুটে ট্রেনের সঙ্গে গরুর ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটেছে। অধিকাংশ দুর্ঘটনাই মুম্বই-গুজরাট রুটে ঘটেছে। এর জন্য বন্দে ভারতের রুট জুড়ে বিশেষ ফেন্সিংয়ের ব্যবস্থাও করা হচ্ছে রেল মন্ত্রকের তরফে।

Next Article