Weather Forecast: কাঠফাটা গরম থেকে অবশেষে মুক্তি, আজ থেকেই ঝড়বৃষ্টি নামবে এই রাজ্যগুলিতে, জানাল আবহাওয়া দফতর

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 21, 2023 | 9:42 AM

Rainfall Update: উত্তর-পূর্ব ভারতেও আগামী চারদিন ঝড়, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়ে।

Weather Forecast: কাঠফাটা গরম থেকে অবশেষে মুক্তি, আজ থেকেই ঝড়বৃষ্টি নামবে এই রাজ্যগুলিতে, জানাল আবহাওয়া দফতর
ঝেঁপে বৃষ্টি নামবে আজ থেকেই।

Follow Us

নয়া দিল্লি: ঘড়ির কাটা ৯টা পার করলেই রাস্তায় বেরোনো দায় হয়ে উঠছে। দিনভর তাপপ্রবাহের (Heatwave) জেরে হাসফাঁস করছে সাধারণ মানুষ। স্বস্তির বৃষ্টির আশায় আকাশের দিকে হা-পিত্যেশ করে বসে রয়েছেন সকলে। শুধু রাজ্যে নয়, দাবদাহে পুড়ছে গোটা উত্তর ভারতই। তবে এই কাঠফাটা রোদ, অস্বস্তিকর গরমি থেকে মুক্তি মিলবে শীঘ্রই। অন্তত এমনটাই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর (IMD)। সামান্য বৃষ্টিতে বৃহস্পতিবারই কিছুটা স্বস্তি পেয়েছে দিল্লি (Delhi), উত্তর প্রদেশ (Uttar Pradesh) সহ একাধিক রাজ্য। তবে গরম থেকে এখনই পুরোপুরিভাবে মুক্তি মিলছে না। বেশ কিছু রাজ্যে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী দুই দিন পূর্ব ভারত জুড়ে তাপপ্রবাহ জারি থাকবে বলেই জানা গিয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, যে রাজ্যগুলির উপর দিয়ে তাপপ্রবাহ বইছে, তার মধ্যে ৯০ শতাংশই ‘ডেঞ্জার জ়োনে’ রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী তিন-চারদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর-পূর্ব ভারত জুড়ে। তবে পূর্ব ভারতে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। আগামী দুইদিন তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডিতেই থাকবে। এরপরে তিনদিন সর্বাধিক দুই-তিন ডিগ্রি কমতে পারে। পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে যে তাপপ্রবাহ বইছিল বিগত এক সপ্তাহ ধরে, তা আরও দুইদিন জারি থাকতে পারে। বিশেষ করে বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, কোঙ্কন, গোয়া ও অন্ধ্র প্রদেশের উপকূলবর্তী এলাকায় তাপপ্রবাহ জারি থাকবে। মধ্য ভারতেও তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন আসবে না আগামী দুই দিনে।

অন্যদিকে, বর্তমানে একটি পশ্চিমি ঝঞ্চা তৈরি হয়েছে উত্তর পাকিস্তান ও পার্শ্ববর্তী পঞ্জাবে। পূর্ব বাংলাদেশ থেকে বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম উপকূল দিয়ে এই ঝঞ্চা ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে। আগামী দুইদিনে পশ্চিম হিমালয় অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগঢ়, উত্তর প্রদেশে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ উত্তরাখণ্ডে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
উত্তর-পূর্ব ভারতেও আগামী চারদিন ঝড়, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়ে। আগামী ২২ এপ্রিল অবধি এই বৃষ্টিপাত জারি থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতর সূত্রে।
Next Article