নয়া দিল্লি: এবার গরু পাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলের মামলার ক্ষেত্রেও ডেডলাইন দিয়ে দিল সুপ্রিম কোর্ট। এক মাসের ডেডলাইন জানিয়ে দিল শীর্ষ আদালত। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে নিম্ন আদালতে শুরু করতে হবে অনুব্রত মণ্ডলের মামলার ট্রায়াল, নির্দেশ সুপ্রিম কোর্টের। এরপর ২৭ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদলত।
প্রসঙ্গত, গরু পাচার মামলায় দীর্ঘদিন ধরে জেলবন্দি বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। তারপর প্রথমে আসানসোল সংশোধনাগারে রাখা হয়েছিল তাঁকে। পরে রাজ্যের বাইরে, তিহাড় জেলে নিয়ে যাওয়া হয় কেষ্ট মণ্ডলকে। আপাতত তিহাড়েই বন্দি রয়েছেন অনুব্রত। কিন্তু গ্রেফতারির পর দীর্ঘদিন কেটে গেলেও, তাঁর মামলার ট্রায়াল শুরু হচ্ছিল না বলে অভিযোগ তুলছিলেন কেষ্টর আইনজীবী। ইতিমধ্যে একাধিক বার জামিনের আর্জিও জানিয়েছেন। কখনও শারীরিক কারণ দেখিয়ে, কখনও আবার তিনি ‘মাস্টারমাইন্ড’ নন, সেই তত্ত্ব তুলে ধরে। এমনকী বিএসএফ আধিকারিক জামিন পেয়েছেন, কিন্তু তিনি জামিন পাচ্ছেন না, সেই কথাও বলা হয়েছে আদালতে। তবে জামিন এখনও অধরা। এই নিয়ে আইনজীবী মারফত শীর্ষ আদালতেরও দ্বারস্থ হয়েছিলেন কেষ্ট।
আজও শীর্ষ আদালতে অনুব্রত মণ্ডলের জামিনের আর্জির তীব্র বিরোধিতা করা হয় ইডির তরফে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এদিন সুপ্রিম কোর্টে অনুব্রত সংক্রান্ত মামলায় হাজির ছিলেন আইনজীবী এস ভি রাজু। ইডির আইনজীবী এদিন আবারও কেষ্টর জামিনের বিরোধিতা করে সওয়াল করেন, ‘ইনিই মূল অভিযুক্ত। জামিন পেলে সাক্ষ্য প্রমাণ নষ্ট করবেন। কোনওভাবেই ওনাকে জামিন দেওয়া উচিত নয়।’
এমন অবস্থায় এবার নিম্ন আদালতে কেষ্টর মামলার ট্রায়াল শুরু করার জন্য ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে নিম্ন আদালতে শুরু করতে হবে অনুব্রত মামলার ট্রায়াল। প্রসঙ্গত, অনুব্রতর মামলা বর্তমানে দিল্লির রাউস এভিনিউ কোর্টে চলছে। নিম্ন আদালতে ট্রায়াল শুরুর পর আগামী ২৭ ফেব্রুয়ারি ফের সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে।