যে কোনও দেশ চাইলেই বিনামূল্যে কো-উইন ব্যবহার করতে পারে: নির্মলা সীতারামন

TV9 Bangla Digital | Edited By: সুমন মহাপাত্র

Jul 10, 2021 | 9:30 PM

ফের একবার বিশ্বের কাছে বিনামূল্যে কো-উইন প্ল্যাটফর্ম তুলে দেওয়ার আশ্বাস দিলেন অর্থমন্ত্রী।

যে কোনও দেশ চাইলেই বিনামূল্যে কো-উইন ব্যবহার করতে পারে: নির্মলা সীতারামন
ছবি - পিটিআই

Follow Us

নয়া দিল্লি: কো-উইন কনক্লেভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) জানিয়েছিলেন, বিশ্বের অন্যান্য দেশের হাতে বিনামূল্যে এই অ্যাপ তুলে দেবে ভারত। সেই মতো এ দিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, মানবিকতা ব্যবসার আগে। তাই ফের একবার বিশ্বের কাছে বিনামূল্যে কো-উইন প্ল্যাটফর্ম তুলে দেওয়ার আশ্বাস দিলেন অর্থমন্ত্রী।

জি-২০ অর্থমন্ত্রী ও সেন্ট্রাল ব্যাঙ্ক গভর্নরদের সঙ্গে বৈঠকে নির্মলা করোনাকালে ভারতের প্রযুক্তির ব্যবহারে সফলতার কথা তুলে ধরেন। করোনার জন্য প্রস্তুত ছিল না ভারত। হঠাৎ আসা এই মহামারির বিরুদ্ধে লড়াই করেছে দেশ। প্রথম থেকেই চিকিৎসকরা বারবার বলেছেন করোনার বিরুদ্ধে লড়তে হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। তাই তথ্য সংরক্ষণের বিষয়ে বারবার ডিজিটাল মাধ্যমের ওপর ভরসা রেখেছে সরকার। টিকাকরণের শুরু থেকেও ডিজিটাল প্ল্যাটফর্মেই জোর দিয়েছে কেন্দ্র। কেন্দ্রের নকশা করা কো-উইন (Co-Win) ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমেই দেশে চলছে কোভিড টিকাকরণ। এ বার সেই প্ল্যাটফর্মের কোড অন্যান্য দেশের সঙ্গে ভাগ করে নিতে আগেই রাজি হয়েছিল কেন্দ্রীয় সরকার।

এর আগে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সিইও আরএস শর্মা জানিয়েছিলেন ৫০টি দেশ তাদের ভ্যাকসিনেশন ড্রাইভের জন্য কো-উইন প্ল্যাটফর্ম চেয়েছে। সেই তালিকায় নাম রয়েছে কানাডা, মেক্সিকো, পানামা, উগান্ডারও। এ বার কো-উইন আন্তর্জাতিক সম্মেলনে সেই দেশগুলির হাতে প্ল্যাটফর্মটি তুলে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: সব ভারতীয়দেরই ডিএনএ একই, যদি না তাঁরা গোমাংস খান: বিশ্ব হিন্দু পরিষদ নেত্রী সাধ্বী প্রাচী

Next Article