নয়া দিল্লি: কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’-র (Bharat Jodo Yatra) সময় রাহুল গান্ধীর (Rahul Gandhi) নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। এই অভিযোগ করেই গতকাল স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছিলেন কংগ্রেসের (Congress) সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। তিনি চিঠিতে উল্লেখ করেছেন, রাহুলের নিরাপত্তা নিশ্চিত করতে দিল্লি পুলিশ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এবার রাহুল গান্ধীর বিরুদ্ধেই পাল্টা অভিযোগ আনল কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সিআরপিএফ। কেন্দ্রীয় বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নিরাপত্তার বিষয়ে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছিল। তাদের অভিযোগ, যাত্রার সময় রাহুলই বিভিন্ন কারণে একাধিকবার নিরাপত্তা সংক্রান্ত প্রোটোকল ভেঙেছেন।
জ়েড ক্যাটাগরির প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন রাহুল গান্ধী। তবে সেই নিরাপত্তার ত্রুটির অভিযোগ তুলে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলেন কংগ্রেসর সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। তিনি অভিযোগ করেন রাহুলকে সুরক্ষা দিতে সম্পূর্ণ ব্যর্থ দিল্লি পুলিশ। এরপর পঞ্জাব ও জম্মু ও কাশ্মীরের মতো সংবেদনশীল এলাকায় ভারত জোড়ো যাত্রার সময় কংগ্রেস নেতার জন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছিলেন তিনি।
কিন্তু কংগ্রেসের অভিযোগ খারিজ করে সিআরপিএফ জানিয়েছে,কারোর নিরাপত্তার ব্যবস্থা করা হলে সেই ব্যক্তিকেও নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা মেনে চলতে হয়। তবেই সেই নিরাপত্তা ব্যবস্থা ঠিকভাবে কাজ করে। আধা সামরিক বাহিনীর তরফে অভিযোগ করা হয়েছে, বিভিন্ন সময়ে নিরাপত্তা বিধি ভঙ্গ করেছেন রাহুল নিজেই। সেই বিষয়ে তাঁকে জানানোও হয়েছিল। সিআরপিএফ বলেছে, “উদাহরণস্বরূপ বলা যেতে পারে ২০২০ সাল থেকে এখনও পর্যন্ত ১১৩ বার তিনি নিয়ম ভঙ্গ করেছেন এবং তা তাঁকে জানানো হয়েছে।” সিআরপিএফ জানিয়েছে, ২৪ ডিসেম্বরের অনুষ্ঠানের জন্য সিআরপিএফ রাজ্য পুলিশ ও অন্যান্য সংস্থার সঙ্গে একযোগে রাহুলের নিরাপত্তার ব্যবস্থা করেছিল। তার জন্য বৈঠকের আগে নিরাপত্তা সংস্থাগুলি একটি বৈঠক করে প্রস্তুতি খতিয়েও দেখে।।