Dalai Lama: দলাই লামার ক্ষতি করতে বৌদ্ধগয়ায় চিনা মহিলা? স্কেচ প্রকাশ করল পুলিশ

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Dec 29, 2022 | 1:58 PM

Chinese spy: গয়া পুলিশ সন্দেহভাজন চিনা মহিলার স্কেচ প্রকাশ করেছে। পুলিশ ওই মহিলার পাসপোর্ট নম্বরও জানিয়েছে সংবাদমাধ্যমকে।

Dalai Lama: দলাই লামার ক্ষতি করতে বৌদ্ধগয়ায় চিনা মহিলা? স্কেচ প্রকাশ করল পুলিশ

Follow Us

গয়া: বিহারের বুদ্ধগয়ায় রয়েছেন তিব্বতী ধর্মগুরু দলাই লামা। তা ঘিরে ইতিমধ্যেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দলাই লামার জীবন সংশয়ের বিষয়টি প্রায়শই উদ্বেগ তৈরি হয়। বুদ্ধগয়ায় এসে সেই অবস্থা জারি রইল। লামাকে খুন করতে পারেন চিনা মহিলা। এই আশঙ্কা প্রকাশ করেছে গয়া পুলিশ। ইতিমধ্যেই সন্দেহভাজন এক চিনা মহিলার স্কেচ প্রকাশ করা হয়েছে। তাঁকে গ্রেফতার করার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে লামার নিরাপত্তা ব্যবস্থা। এই মহিলা গয়াতেই ছিলেন বছর খানেক। কিন্তু এখন তাঁর খোঁজ মিলছে না। পুলিশের সন্দেহ ওই মহিরা চিনের চর হতে পারেন। লামার নিরাপত্তার প্রশ্নে কোনও ফাঁক রাখতে চাইছে না ভারতের পুলিশ। ভারত-চিনের মধ্যে সম্পর্কের উত্তেজনা রয়েইছে। সেই সঙ্গে তিব্বত ছেড়ে দীর্ঘদিন ভারতের আশ্রয়েই রয়েছেন লামা। ভারতে বসে লামার চিনবিরোধিতা নিয়ে বেজিংয়ের ক্ষোভও পুরনো। তাই বেজিংয়ের ছোবল থেকে লামাকে রক্ষা করতে সতর্ক থাকতে হয় ভারতের পুলিশকে।

ইতিমধ্যেই গয়া পুলিশ সন্দেহভাজন চিনা মহিলার স্কেচ প্রকাশ করেছে। পুলিশ ওই মহিলার পাসপোর্ট নম্বরও জানিয়েছে সংবাদমাধ্যমকে। পুলিশ জানিয়েছে, প্রায় দুবছর গয়াতেই থাকছিলেন ওই মহিলা। পুলিশের কাছেও সেই খবর ছিল। তাঁকে ঘিরে বেশ কিছু সন্দেহ দানা বেঁধেছে পুলিশের মনে। কিন্তু এখন তাঁর খোজ পাওয়া যাচ্ছে না। সে জন্য খোঁজা হচ্ছে তাঁকে।

 

বিষয়টি নিয়ে গয়ার পুলিশ সুপার বলেছেন, “গয়ায় থাকেন এক চিনা মহিলার ব্যাপারে আমাদের কাছে তথ্য ছিল। দুবছর ধরেই এখানে রয়েছেন তিনি। এখন তাঁর হদিশ পাওয়া যাচ্ছে না। তাঁর খোঁজ চলছে। তাঁকে নিয়ে বেশ কিছু সন্দেহ দানা বেঁধেছে। তিনি যে চিনা চর নন, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।”

Next Article