AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cyber Fraud: ওটিপি শেয়ার না করেই অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল ২০ হাজার টাকা, সতর্কবার্তা সাইবার পুলিশের

Bengaluru: ওটিপি শেয়ার না করার মতো যে কোনও ক্ষেত্রে কাউকে বায়োমেট্রিক দেওয়া বা কোথাও আঙুলের ছাপ দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন সাইবার পুলিশের গোয়েন্দারা। বেঙ্গালুরুর মতো এই ঘটনা অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশেও ঘটেছে।

Cyber Fraud: ওটিপি শেয়ার না করেই অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল ২০ হাজার টাকা, সতর্কবার্তা সাইবার পুলিশের
প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: Sep 11, 2023 | 10:06 PM
Share

বেঙ্গালুরু: যত দিন যাচ্ছে সাইবার প্রতারণারও (Cyber fraud) নতুন-নতুন পথ বেরোচ্ছে। মোবাইলে নানান টোপ দিয়ে লিঙ্ক পাঠিয়ে, ওটিপি নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করার ঘটনা অনেক শোনা যায়। এবার ওটিপি ছাড়াই কেবল আঙুলের ছাপ নিয়ে আধার-পেমেন্ট সিস্টেম মারফৎ এক মহিলার ব্যাঙ্ক অ্যকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিল প্রতারক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে (Bengaluru)। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হওয়ার ঘটনা বুঝতে পেরেই থানার দ্বারস্থ হয়েছেন প্রতারিত ওই মহিলা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেঙ্গালুরুর বসন্তনগরের বাসিন্দা ৫৭ বছর বয়সি এক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নিয়ে সাইবার প্রতারক। তাঁর আঙুলের ছাপ নিয়ে আধার পেমেন্ট সিস্টেম (AePS)-এর মাধ্যমে এই টাকা হাতানো হয়েছে।

প্রতারিত মহিলা পুলিশকে জানিয়েছেন, গত ৭ সেপ্টেম্বর তাঁর অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা তোলা হয়েছে বলে ফোনে মেসেজ আসে। পরে আরও ১০ হাজার টাকা তোলার মেসেজ আসে। অথচ ওই মহিলা সেদিন বা তার আগেরদিন একটি টাকাও তোলেননি। দু-বার ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা তোলার মেসেজ আসতেই তিনি ছুটে যান ব্যাঙ্কে। তারপর ব্যাঙ্ক ম্যানেজার চেক করে জানান, AePS-এর মাধ্যমে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা স্থানান্তর করা হয়েছে।

সাইবার পুলিশ সূত্রে খবর, ওটপি শেয়ার করে অথবা আঙুলের ছাপ দিয়ে কেবল AePS-এর মাধ্যমে টাকা স্থানান্তর করা যায়। ওই মহিলা যদি ওটিপি শেয়ার না করে থাকেন তাহলে কোনওভাবে তাঁর আঙুলের ছাপ নেওয়া হয়েছে বলেই পুলিশের দাবি। এরপর স্মৃতিচারণা করে ওই মহিলা জানান, সম্প্রতি তিনি কিছু সম্পত্তি বিক্রির জন্য এক ব্যক্তিকে তাঁর বায়োমেট্রিকের বিস্তারিত তথ্য দিয়েছিলেন। তখনই তাঁর আঙুলের ছাপ লিক হয়ে যেতে পারে বলে পুলিশের অনুমান। সাইবার দুষ্কৃতীরা সিলিকন ওয়েফারের মাধ্যমে আঙুলের ছাপ তুলে নেয় এবং পরে সেটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে দিয়ে লগ-ইন করে টাকা হাতিয়ে নিতে পারে। দুষ্কৃতীরা টাকা স্থানান্তরের জন্য মূলত, মাইক্রো অটোমেটেড টেলার মেশিন এবং ক্রেডিট-ডেবিট কার্ড সোয়াইপ করার মতো দেখতে বিশেষ ডিভাইস ব্যবহার করে বলেও পুলিশ জানিয়েছে।

অর্থাৎ ওটিপি শেয়ার না করার মতো যে কোনও ক্ষেত্রে কাউকে বায়োমেট্রিক দেওয়া বা কোথাও আঙুলের ছাপ দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন সাইবার পুলিশের গোয়েন্দারা। বেঙ্গালুরুতে এই মহিলা যেভাবে প্রতারিত হয়েছেন, ওই একই ঘটনা অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশেও ঘটেছে বলে পুলিশ সূত্রে খবর।