Uddhav Thackeray: ‘রাম মন্দির উদ্বোধনের পর ঘটতে পারে আরও এক গোধরা’, উদ্ধবের মন্তব্যে নয়া বিতর্ক

Uddhav Thackeray's Godhra warning: অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের পর, গোধরা কাণ্ডের মতো আরও এক ঘটনা ঘটতে পারে বলে উদ্বেগ প্রকাশ করলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। স্বাভাবিকভাবেই, তাঁর এই মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। একযোগে উদ্ধবের কড়া সমালোচনা করেছেন বিজেপি নেতারা।

Uddhav Thackeray: 'রাম মন্দির উদ্বোধনের পর ঘটতে পারে আরও এক গোধরা', উদ্ধবের মন্তব্যে নয়া বিতর্ক
জলগাঁওয়ের সেই সভা উদ্ধব ঠাকরেImage Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Sep 11, 2023 | 8:31 PM

মুম্বই: লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে, জানুয়ারি মাসে উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দিরের। আর এই উদ্বোধন অনুষ্ঠানের পর, ২০০২ সালে গুজরাটের গোধরা কাণ্ডের মতো আরও এক ঘটনা ঘটতে পারে বলে উদ্বেগ প্রকাশ করলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা (উদ্ধব ঠাকরে) দলের প্রধান উদ্ধব ঠাকরে। রাজনৈতিক সুবিধা পাওয়ার আকাঙ্খায় গোধরা কাণ্ডের মতো আরও একটি ঘটনার ষড়যন্ত্র করতে পারে বিজেপি বলে, সতর্ক করেছেন তিনি। স্বাভাবিকভাবেই, রামমন্দির আন্দোলনের অন্যতম সমর্থক, প্রয়াত বালাসাহেব ঠাকরের ছেলের এই মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। একযোগে উদ্ধবের কড়া সমালোচনা করেছেন বিজেপি নেতারা।

কী বলেছেন উদ্ধব?

রবিবার (১১ সেপ্টেম্বর), মহারাষ্ট্রের জলগাঁওয়ে এক অনুষ্ঠানে বক্তৃতা দেন উদ্ধব। সেখানেই তিনি বলেন, “অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে সারা দেশ থেকে অনেক হিন্দুকে বাস এবং ট্রেন যোগে আনা হবে। সেখান থেকে ফেরার সময়, পথে কোথাও গোধরার মতো একটি ঘটনা ঘটানো হতে পারে। এটা ঘটতেই পারে। হামলা হতেই পারে। কোনও কোনও জায়গায় ওরা (বিজেপি) বাস পোড়াবে, ঢিল ছুড়বে, গণহত্যা ঘটবে। দেশে আবার আগুন জ্বলবে এবং ওরা সেই আগুনে তাদের রাজনৈতিক রুটি সেঁকবে।”

কী ঘটেছিল গোধরায়?

২০০২ সালের ফেব্রুয়ারি মাসে, গুজরাটের গোধরা রেলওয়ে স্টেশনে সবরমতি এক্সপ্রেসের বেশ কয়েকটি বগিতে আগুন লেগেছিল। ওই ট্রেনে বহু সংখ্যক করসেবক অযোধ্যা থেকে ফিরছিলেন। ওই ঘটনায় অন্তত ৫৮ জনের মৃত্যু হয়েছিল। এই ঘটনার প্রতিক্রিয়ায় গুজরাট জুড়ে হিংসা ছড়িয়ে পড়েছিল। যে কলঙ্কের ইতিহাস, দুই দশক পরও পিছনে ফেলতে পারেনি ভারত। নয় বছর পর এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক নিম্ন আদালত ৩১ জনকে দোষী সাব্যস্ত করেছিল। নিম্ন আদালতের রায়কে প্রথমে গুজরাট হাইকোর্টে এবং পরে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে আসামীরা। হাইকোর্ট, নিম্ন আদালতের রায়ই বহাল রাখলেও, সুপ্রিম কোর্টে এখনও মামলাটি বিচারাধীন। তবে, ২০১৯ সালের সুপ্রিম কোর্টের রায়ে রাম জন্মভূমির জমি বিবাদের নিষ্পত্তি হয়েছে। বিতর্কিত জমি এলাকায় গড়ে উঠছে রাম মন্দির।

উদ্ধবের মন্তব্যে বিজেপির প্রতিক্রিয়া

উদ্ধব ঠাকরের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বিশিষ্ট বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেছেন, “বালাসাহেব ঠাকরে হয়তো ভাবতেন, আমার ছেলের হয়েছে কি? যাঁর আশীর্বাদে তিনি (উদ্ধব ঠাকরে) বড় নেতা হয়েছেন, তিনি কি কখনও এই ধরনের কথা বলতেন? রাম জন্মভূমি আন্দোলনকে আশীর্বাদ করেছিলেন বালাসাহেব। প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে ভোট পাওয়ার জন্য এই জোটের (ইন্ডিয়া জোট) দলগুলি যে কোনও সীমা অতিক্রম করতে পারে। আমি ভগবান রামের কাছে প্রার্থনা করব, তাদের যেন তিনি কিছু বুদ্ধি দেন।”

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের মতে, ক্ষমতার লোভেই উদ্ধব ঠাকরে এই সমস্ত মন্তব্য করছেন। কৌশলে তিনি এই প্রসঙ্গে ‘সনাতন ধর্ম’ সম্পর্কে তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্টালিনের মন্তব্যের প্রসঙ্গ টেনেছেন। অনুরাগ ঠাকুর বলেন, “সনাতন ধর্মের বিষয়ে বিতর্কিত মন্তব্য করা হলেও রাহুলজি, উদ্ধবজি একটিও শব্দ বলেননি।” গোয়ার মুখ্যমন্ত্রী তথা বিজপি নেতা প্রমোদ সাওয়ান্তও বলেছেন, “আমি জানি না কেন রাম মন্দির উদ্বোধনের বিষয়ে এই দরনের শঙ্কা রয়েছে উদ্ধব ঠাকরের। আপনারা তাঁকেই এটা জিজ্ঞাসা করুন।”