Cyclone Biparjoy: ‘বিপর্যয়’ এখন গভীর নিম্নচাপ, জানাল মৌসম ভবন

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 17, 2023 | 10:35 AM

Cyclone Biparjoy: আরব সাগরে তৈরি হওয়া সাইক্লোন মূলত প্রভাব ফেলেছে ভারতের পশ্চিম উপকূলে।

Cyclone Biparjoy: বিপর্যয় এখন গভীর নিম্নচাপ, জানাল মৌসম ভবন
সাইক্লোন বিপর্যয়

Follow Us

গুজরাট: উপকূলে আছড়ে পড়ার পর এবার ক্রমশ শক্তি ক্ষয় হতে শুরু করেছে ঘূর্ণিঝড় বিপর্যয়ের। শনিবার মৌসম ভবনের দেওয়া তথ্য অনুযায়ী, শক্তি হারিয়ে আপাতত গভীর নিম্নচাপে পরিনত হয়েছে বিপর্যয়। আর শক্তি ক্ষয় হলে নিম্নচাপে পরিনত হবে এটি। শনিবার মৌসম ভবনের তরফে টুইট করে জানানো হয়েছে, আগামী ১২ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড়। জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে ১১ টা থেকেই গভীর নিম্নচাপের আকার নিতে শুরু করেছে সাইক্লোন। তবে শক্তি হারানোর আগে গুজরাটে দাপট দেখিয়েছে বিপর্যয়। ভূজ সহ একাধিক জায়গায় সাইক্লোনের বড়সড় প্রভাব পড়েছে। উপড়ে রাস্তায় পড়ে রয়েছে একাধিক বড় গাছ। শুক্রবার থেকে উদ্ধারকাজ শুরু করেছে এনডিআরএফ। রাস্তা পরিষ্কার করার কাজ চলছে দ্রুততার সঙ্গে।

আরব সাগরে তৈরি হওয়া সাইক্লোন মূলত প্রভাব ফেলেছে ভারতের পশ্চিম উপকূলে। বৃহস্পতিবার রাতে জাখাউ বন্দর থেকে ১০ কিলোমিটার উত্তরে আছড়ে পড়ে সেই ঝড়। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় আটকে পড়া শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে। সরকারি প্রাথমিক স্কুলে আশ্রয় দেওয়া হয়েছে তাঁদের।

তবে সাইক্লোন শক্তি হারালেও তার প্রভাবে ব্যাপক বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন আবহাওয়াবিদরা। পূর্বাভাসে জানানো হয়েছে, সাইক্লোনের জেরে আগামী ২ দিন ব্যাপক বৃষ্টি হবে গুজরাটে।

ইতিমধ্যেই গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল সাইক্লোন পরবর্তী পরিস্থিতি নিয়ে একটি বৈঠকও করেছেন। রাজ্যের সব জায়গা থেকে পরিস্থিতি সম্পর্কে খবর সংগ্রহ করতে তিনি দায়িত্ব দিয়েছেন কালেকটরদের। বহু জায়গায় বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে, বাতিল করে দেওয়া হয়েছে অনেক ট্রেন। তবে সাইক্লোন শক্তি হারালে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে।

Next Article