DA Case: আজই কি সুপ্রিম কোর্টে ডিএ মামলার নিষ্পত্তি? তাকিয়ে সবপক্ষই

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Apr 11, 2023 | 10:45 AM

DA Case: ডিএ মামলার প্রথম শুনানি ছিল গত ৫ ডিসেম্বর। কিন্তু সেদিন শুনানি হয়নি। এরপর আরও চারবার শুনানির দিন পিছিয়ে যায়

DA Case: আজই কি সুপ্রিম কোর্টে ডিএ মামলার নিষ্পত্তি? তাকিয়ে সবপক্ষই
সুপ্রিম কোর্ট

Follow Us

নয়া দিল্লি: আজ মঙ্গলবার ডিএ (DA Case) মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে (Supreme Court of India)। এখন দিল্লিতেই যন্তর মন্তরের সামনে ধরনায় বসে ডিএ আন্দোলনকারীরা। সেই আবহে এদিনের শুনানি আরও তাৎপর্যপূর্ণ। শুনানির দিকে তাকিয়ে রাজ্যের সরকারি কর্মীরা। আইনজীবীদের একাংশের মতে, সুপ্রিম কোর্টের বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানি শুরু হতে পারে এদিন। বেলা ১২টার মধ্যেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে প্রায় চার মাস আগে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছিল পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। এর আগে অবশ্য একাধিকবার ডিএ মামলার শুনানির দিন পিছিয়েছে।

ডিএ মামলার প্রথম শুনানি ছিল গত ৫ ডিসেম্বর। কিন্তু সেদিন শুনানি হয়নি। এরপর আরও চারবার শুনানির দিন পিছিয়ে যায়। গত জানুয়ারিতে মহার্ঘ ভাতা মামলার শুনানি পিছোয় সুপ্রিম কোর্টে। এরপর ১৫ মার্চ শুনানির দিন স্থির হলেও, সেদিন শুনানি হয়নি। এরপর গত ২১ মার্চও পিছিয়ে যায় শুনানি। পরে ১১ এপ্রিল শুনানির দিন ধার্য হয়। আজ সেই শুনানির সম্ভাবনা রয়েছে।

বকেয়া ডিএর দাবি সংগ্রামী যৌথ মঞ্চ নামে একটি মঞ্চ তৈরি করেছেন বিভিন্ন সরকারি দফতরের কর্মীরা। কলকাতায় শহিদ মিনারের নীচে টানা অবস্থান বিক্ষোভে তাঁরা। আপাতত দু’দিনের ধরনা কর্মসূচি নিয়ে দিল্লিতে গিয়েছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার তার শেষ দিন। কলকাতা থেকে এই আন্দোলনস্থলের দূরত্ব প্রায় দেড় হাজার কিলোমিটার। তবে তার ঝাঁঝ রাজ্যের গণ্ডী পার করে পৌঁছে গিয়েছে রাজধানীতে। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সোমবার ও মঙ্গলবার ধরনায় বসছেন ডিএ আন্দোলনকারীরা।

মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “সব রাজ্যে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হয়। অথচ আমরা পাই মাত্র ৬ শতাংশ। বকেয়া ৩৬ শতাংশ।” সরকার বনাম ডিএ আন্দোলনকারীদের তরজা মেটাতে আলোচনার পথে হাঁটার পরামর্শ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারপরও কোনও পক্ষই শিথিলতার পথে হাঁটেনি। এই অবস্থায় আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে বাম, বিজেপি সবপক্ষ।

সোমবার আন্দোলনমঞ্চে গিয়েছিলেন সিপিএম নেতা হান্নান মোল্লা। তিনি বলেন, “বাজারদর বাড়লে সেই পয়সাটা সরকার ক্ষতিপূরণ করে। এটাই আইনি ব্যাপার, কোনও দয়া দান নয়। সাংবিধানিক অধিকার।” মঞ্চে ছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডাও। যদিও এ নিয়ে কুণাল ঘোষ বলেন, “পুরোদস্তুর বিজেপি, বাম ও কংগ্রেসের প্রযোজিত নাট্যমঞ্চ। যাঁরা আন্দোলন করছেন, ডিএ দাও বলছেন, অথচ কেন্দ্রীয় সরকার ১ লক্ষ ১৮ হাজার কোটি টাকার বেশি বকেয়া রেখেছে বাংলার, সেই কথাটা বলছেন না।” দিল্লির আন্দোলনের মাঝেই মঙ্গলবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি। আন্দোলনকারীরাই শুধু নন, শুনানির দিকে তাকিয়ে থাকবে শাসক ও বিরোধীরাও।

 

Next Article