Boy Electrocuted: স্কুলে খেলতে খেলতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কিশোরের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 11, 2023 | 7:05 AM

Boy Electrocuted: খেলার সময় সাবমার্সিবল পাম্পের সঙ্গে সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট কিশোর। ,স্কুলের প্রিন্সিপ্যালের বিরুদ্ধে দায়ের অভিযোগ।

Boy Electrocuted: স্কুলে খেলতে খেলতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কিশোরের
প্রতীকী ছবি

Follow Us

মইনপুরী: স্কুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক ছাত্রের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার স্কুলে সাবমার্সিবল পাম্পের সংস্পর্শে আসার পর বিদ্যুৎস্পৃষ্ট হয় ৭ বছরের কিশোর। উত্তর প্রদেশের মইনপুরী জেলার ঘটনা। এদিকে কিশোর মৃত্যুর এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে এলাকার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে স্কুলের প্রিন্সিপ্যালের গাড়ি ভাঙচুর করেছে এবং জেলা প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে।

৭ বছর বয়সী অংশু দিবাকর। উত্তর প্রদেশের মইনপুরী এলাকার বাসিন্দা সে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্কুলে খেলছিল অংশু। সেই সময় সাবমার্সিবল পাম্পের সংস্পর্শে আসে সে। আর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। এদিকে ছেলের মৃত্যু হওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন বাবা ছবিরাম দিবাকর। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফলতির অভিযোগ তুলেছে অংশুর পরিবার। গ্রামবাসীরা স্কুলের প্রিন্সিপ্যালের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে। তাঁর গাড়িও ভাঙচুর করেছে। জেলা প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছেন বিক্ষোভকারীরা। পরে সার্কেল অফিসার ও তেহসিলদার প্রচেষ্টায় পুলিশ কিশোরের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

এদিকে এই ঘটনায় বিক্ষোভের মুখে পড়ে নড়েচড়ে বসেছেন ডেপুটি কালেক্টর গোপাল শর্মা। কিশোরের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রিন্সিপ্যালের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে ঘটনাস্থলে এসেছিলেন বেসিক এডুকেশন অফিসার দিপীকা গুপ্ত। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। এই অনভিপ্রেত দুর্ঘটনায় কিশোরের মৃত্যুতে তার পরিবারের জন্য ১ লক্ষ টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন সমাজবাদী পার্টি নেতা তথা কারহালের প্রাক্তন বিধান পরিষদ সদস্য অরবিন্দ প্রতাপ সিং।

 

Next Article