Jagdeep Dhankhar: ‘বিদেশিরা ভারতে এসে তাঁদের দেশের সমালোচনা করেন না’, রাহুলকে খোঁচা ধনখড়ের, পাল্টা ‘নিরপেক্ষ’ হওয়ার পাঠ কংগ্রেসের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 11, 2023 | 7:01 AM

Jagdeep Dhankhar: দিল্লিতে একটি অনুষ্ঠানে গিয়ে রাহুল গান্ধীকে খোঁচা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের। বিদেশের মাটিতে রাজনৈতিক পরিধি থেকে দূরে থাকার দিলেন বার্তা।

Jagdeep Dhankhar: বিদেশিরা ভারতে এসে তাঁদের দেশের সমালোচনা করেন না, রাহুলকে খোঁচা ধনখড়ের, পাল্টা নিরপেক্ষ হওয়ার পাঠ কংগ্রেসের
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতীয় গণতন্ত্র নিয়ে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এই ইস্যুতে বিজেপি নেতা-মন্ত্রীদের দাবি রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে। তবে নিজেরও অবস্থানেও অনড় রাহুল। ক্ষমা তিনি চাইবেন না। এই বিতর্কে সংসদের চলতি অধিবেশন বারবার পণ্ড হয়েছে। এবার এই একই ইস্যু নিয়ে নাম না করে রাহুল গান্ধীকে খোঁচা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের। এবং বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতীয় রাজনীতিবিদদের কী ভূমিকা পালন করতে হবে, তার পাঠও দিলেন উপরাষ্ট্রপতি। রাজনীতিবিদদের বিদেশ সফরে রাজনৈতিক পরিধির বাইরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার ধনখড় বলেন, বিদেশের কোনও গণ্যমান্য় ব্যক্তি ভারতে এলে তাঁর দেশের সমালোচনা করেন না। সেইরকমই এখানকার ব্যক্তিদের সকলের সুবিধার জন্য এই সমালোচনার বিষয়টি এড়িয়ে যাওয়া উচিত।

বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে নয়া দিল্লিতে অনুষ্ঠিত একটি ইভেন্টে বক্তৃতা দেওয়ার সময়ে নাম না করেই এইভাবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিঁধলেন উপরাষ্ট্রপতি। তিনি বলেন, “আপনারা কি কখনও দেখেছেন, আমাদের দেশে এসে কোনও বিদেশি সম্মানিত ব্যক্তি তাঁর দেশের সমালোচনা করেছেন? উত্তরটা হল না। নিজের এবং দেশের স্বার্থে বিদেশ ভ্রমণের সময় ব্যক্তিদের তাদের রাজনৈতিক বিষয় দূরে সরিয়ে রাখা উচিত।” এরপর তিনি প্রশ্নও তোলেন দেশের বিজ্ঞানী ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে গর্ববোধ করা হবে না? তিনি বলেন, “কেন আমরা আমাদের উদ্ভাবনের প্রশংসা করতে পারি না? আমাদের নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে, আমাদের নিজস্ব প্রতিভায় বিশ্বাস করতে হবে এবং এটিকে আমাদের জাতীয় সংস্কৃতি করতে হবে।”

তবে এই প্রথম নয়। এর আগেও গত নয়া দিল্লিতে শুক্রবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে নাম না করেই রাহুল গান্ধীর মন্তব্যকে নিশানা করেন উপরাষ্ট্রপতি। তিনি বলেন, “এটা বেদনাদায়ক যখন আমাদের মধ্যে কিছু মানুষ বিদেশের মাটিতে উদীয়মান ভারতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে। এটা বন্ধ করতে হবে।” তাঁর বক্তব্য, বিদেশের মাটিতে দেশের সমালোচনা না করে নেতাদের উচিত কোথায় ঘাটতি রয়েছে, তা পূরণে কাজ করা।

প্রসঙ্গত, গত মাসে ব্রিটেন সফরে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জমানায় ভারতীয় গণতন্ত্রের অবস্থা নিয়ে মন্তব্য করেন। তারপর থেকেই বিজেপির সমালোচনার মুখে পড়েছেন রাহুল ও তাঁর দল। ফের রাহুলের নাম না করে তাঁকে পাঠ দিলেন উপরাষ্ট্রপতি। এদিকে ধনখড়ের এই বক্তব্য শান্তভাবে মেনে নেয়নি কংগ্রেসও। তাদের পাল্টা খোঁচা, রাজ্যসভার চেয়ারম্যানের উচিত সবসময় একপাক্ষিক না হওয়া। এবং সবসময় সরকারের প্রশংসাও তাঁর করা উচিত নয় বলে মন্তব্য কংগ্রেসের। উপরাষ্ট্রপতির মন্তব্যে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, “২০১৫ সালে যারা এই অনুশীলন শুরু করেছেন তাঁদের প্রথমে আপনি এই পরামর্শ দিন। তারপর (অন্যদের) উপদেশ দেবেন।” তিনি আরও বলেন, “দ্বিতীয় বিষয়, মাননীয় চেয়ারম্যানকে নিরপেক্ষ হতে হবে এবং সর্বদা সরকারের প্রশংসা করা উচিত নয়।”

Next Article