নয়া দিল্লি: ফের পিছিয়ে গেল ডিএ (DA) মামলার শুনানি। আজ, বৃহস্পতিবারও সুপ্রিম কোর্টে (Supreme Court) ডিএ মামলার শুনানি হল না। পরবর্তী শুনানি হবে নতুন বছরে। আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ডিএ মামলার শুনানি শুনবে। এই নিয়ে দশমবার ডিএ মামলার শুনানি পিছল। স্বাভাবিকভাবেই হতাশ রাজ্য সরকারি কর্মীদের একাংশ।
কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধির দাবিতে রাজ্য সরকারি কর্মীদের আন্দোলনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে মামলাটি উঠেছে। কিন্তু, বারবার শুনানি পিছিয়ে যাচ্ছে। এদিন ফের ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় সরব হলেন রাজ্য সরকারি কর্মচারীদের তরফে আইনজীবী পিএস পাটওয়ালিয়া। দ্রুত এই মামলার নিষ্পত্তির দাবি জানিয়ে তিনি বলেন, “পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে ডিএ পাচ্ছেন না। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে বিষয়টির মীমাংসা হয়েছে। এখন প্রশ্ন কীভাবে এই বকেয়া টাকা মেটানো হবে? প্রত্যেক মাসে হাজার হাজার রাজ্য সরকারি কর্মচারী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই এই মামলার দ্রুত নিষ্পত্তি প্রয়োজন।”
প্রসঙ্গত, কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে রাজ্য সরকারি কর্মীচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে। সরকারি কর্মীদের একাধিক সংগঠন একত্রিত হয়ে তৈরি হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। কলকাতার রাজপথ থেকে রাজধানী দিল্লিতে পর্যন্ত আন্দোলনে সামিল হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। যদিও কেন্দ্রের হারে কোনওভাবেই রাজ্যের পক্ষে ডিএ দেওয়া সম্ভব নয় বলে ইতিমধ্যে রাজ্যের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, আন্দোলনকারীরা তাঁদের দাবিতে অনড়। ইতিমধ্যে বিষয়টি কলকাতা হাইকোর্টে উঠেছিল। হাইকোর্ট কর্মচারীদের পক্ষেই রায় দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সরকারি কর্মচারীদের তরফেও সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করা হয়। তারপর গত বছরের নভেম্বরে এই মামলার প্রথম শুনানি হয় শীর্ষ আদালতে। কিন্তু, সেদিনই শুনানির দিন পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট। এরপর একাধিকবার শুনানির দিন স্থির হলেও নানা কারণে বারবার পিছিয়ে গিয়েছে।