নয়া দিল্লি: ভারতে রাশ নেমেছে করোনার দৈনিক সংক্রমণে। স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের বুলেটিন অনুযায়ী, দেশে একদিনে করোনা আক্রান্ত হয়েছিলেন ২৩ হাজার ৬৭ জন। এবার আরও কমল সংক্রমণ। তার সঙ্গে পাল্লা দিয়ে কমল মৃত্যুর সংখ্য়াও। দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২৭৩ জন। আর ৬ মাসে এই প্রথম একদিনে করোনায় মৃত্যু ৩০০-র নীচে নেমে ২৫১।
দেশে সবচেয়ে বেশি করোনা আক্রান্তর ঠিকানা চারটি রাজ্য। মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ুতে করোনা আক্রান্তর সংখ্যা সবচেয়ে বেশি। তবে গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছেন কেরলে। সে রাজ্যে করোনা আক্রান্তর সংখ্যা ৫,৩৯৭ বেড়ে এখন ৭ লক্ষ ৩২ হাজার ৮৪। এপর্যন্ত সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছেন ঠাকরে রাজ্যে। মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তর সংখ্যা ১৯ লক্ষ ১৩ হাজার ৩৮২।
দেশে এপর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ১ লক্ষ ৬৯ হাজার ১১৮ জন। করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৪৭ হাজার ৩৪৩ জন। গত ২৪ ঘন্টায় ২২ হাজার ২৭৪ জন নোভেল জয় করার দরুন দেশে এখন মোট নোভেলজয়ীর সংখ্যা ৯৭ লক্ষ ৪০ হাজার ১০৮ জন। গত ২৪ ঘন্টায় সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ২৫২ কমেছে। দেশে এখন চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্য়া ৯৭ লক্ষ ৪০ হাজার ১০৮।
আরও পড়ুন: ক্লাস ফাইভ থেকে সিপিএম, এসএফআই করা ২১ বছরের আর্যাই দেশের সর্ব কনিষ্ঠ মেয়র
দেশে করোনার রেখাচিত্র নিম্নমুখী হলেও ভয় বাড়াচ্ছে করোনার দুই নয়া ‘স্ট্রেন’। ইতিমধ্যেই ব্রিটেন থেকে দেশে ফিরেছেন হাজারো মানুষ। তাদের মধ্যে একাধিক ব্যক্তি করোনা আক্রান্ত। তাঁরা ব্রিটেনের নয়া ‘স্ট্রেন’ দ্বারা আক্রান্ত কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে লন্ডন ফেরত এক মহিলার মাধ্যমে দেশে নয়া অধিক সংক্রামক ‘স্ট্রেন’ ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। লন্ডন ফেরত এক মহিলা দিল্লি বিমানবন্দরে নামার পর তাঁর করোনা পরীক্ষার ফল ইতিবাচক আসে। তাঁকে কোয়ারেন্টাইনে রাখা হয়। কিন্তু ওই মহিলা লুকিয়ে কোয়ারেন্টাইন থেকে পালিয়ে ট্রেন সফর করেন। পরে জানা যায় উনি নয়া ‘স্ট্রেন’ দ্বারা আক্রান্ত। পরে অবশ্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।