AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dalai Lama Public Appearance: প্রায় দুই বছর পর জনসমক্ষে! কেমন আছেন দলাই লামা? জানালেন নিজেই

Dalai Lama: শুক্রবার দলাই লামা জানিয়েছেন, তিনি সুস্থ রয়েছেন এবং এমনকী চিকিৎসকের সঙ্গে বক্সিংও খেলতে পারেন তিনি। একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি জাতক কাহিনী থেকে একটি সংক্ষিপ্ত শিক্ষাও দিয়েছেন।

Dalai Lama Public Appearance: প্রায় দুই বছর পর জনসমক্ষে! কেমন আছেন দলাই লামা? জানালেন নিজেই
কেমন আছেন দলাই লামা ? (ফাইল ছবি)
| Edited By: | Updated on: Mar 18, 2022 | 8:11 PM
Share

ধর্মশালা: কোভিডের প্রাদুর্ভাবের (COVID 19) পর থেকে দুই বছরেরও বেশি সময় তাঁর দেখা মেলেনি। করোনা মহামারীর পর এই প্রথম কোনও প্রকাশ্য এলাকায় দেখা মিলল দলাই লামার (Dalai Lama)। শুক্রবার দলাই লামা জানিয়েছেন, তিনি সুস্থ রয়েছেন এবং এমনকী চিকিৎসকের সঙ্গে বক্সিংও খেলতে পারেন তিনি। একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি জাতক কাহিনী থেকে একটি সংক্ষিপ্ত শিক্ষাও দিয়েছেন। এর পরে তিব্বতি মন্দির সুগলাখাং-এ বোধিচিত্ত (সেমকি) তৈরির একটি অনুষ্ঠানও হয়। দলাই লামা আরও জানিয়েছেন, তাঁর নিয়মিত মেডিকেল চেক আপের জন্য দিল্লি যাওয়ার কথা ছিল। কিন্তু, তিনি যাননি। কারণ “তিনি সুস্থ আছেন এবং এমনকী চিকিৎসকের সঙ্গে বক্সিংও খেলতে পারেন”।

বৌদ্ধ ভিক্ষু এবং সেন্ট্রাল টিবেটান অ্যাসোসিয়েশন (সিটিএ) সদস্য সহ হাজার হাজার তিব্বতি শুক্রবারের এই সমাবেশে যোগ দিয়েছিলেন। সিটিএ সদস্য তেনজিং জিগমে বলেন, “এটি একটি খুব সুন্দর দিন এবং আমরা দুই বছরেরও বেশি সময় পর তাঁর পবিত্রতা দেখতে পাচ্ছি। সবচেয়ে সৌভাগ্যের বিষয়গুলির মধ্যে একটি আজকের সম্পর্কে এই যে, দলাই লামা বলেছেন যে তিনি ভাল আছেন এবং তিনি সুস্থ আছেন। আমরা সকলে তাঁর দীর্ঘায়ু কামনা করছি। তাঁর শারীরিক অবস্থা ভাল দেখে আমরা সত্যিই আনন্দিত ও ধন্য বোধ করছি।”

এর আগে ৮৬ বছর বয়সি বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা ২০১৯ সালের ডিসেম্বর মাসে শেষবার অফলাইন বক্তৃতা দিয়েছিলেন। ২০২০ সালের প্রথম দিকে দেশে কোভিড -১৯ প্রাদুর্ভাবের কারণে তাঁর সমস্ত প্রকাশ্য সভা বাতিল করা হয়েছিল। এই সময়ের মধ্যে মাত্র একবারই তিনি বাইরে পা রেখেছিলেন। সেই সময় করোনা টিকার প্রথম ডোজ় নেওয়ার জন্য জ়োনাল হাসপাতালে গিয়েছিলেন তিনি। পরে করোনা টিকার দ্বিতীয় ডোজ় দলাই লামা বাড়িতে বসেই নিয়েছিলেন।

কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে উঠতেই গত বছরের ১৭ ডিসেম্বর, দলাই লামা সিটিএ সিকয়ং (প্রেসিডেন্ট) পেম্পা সেরিংয়ের সঙ্গে দেখা করেন। এরপর ২১ ডিসেম্বর তিনি আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে তাঁর ম্যাকলিওডগঞ্জের বাসভবনেও দেখা করেছিলেন। যদিও দালাই লামা এই দুই বছরে তাঁর বাসভবন থেকে বেরোননি, তিনি অনলাইনে শিক্ষাদান এবং জনসাধারণের আলোচনার মাধ্যমে সারা বিশ্বের মানুষের সঙ্গে যুক্ত ছিলেন।

আরও পড়ুন : Russia-India Trade: দেশের তেলের প্রয়োজন মেটানোই লক্ষ্য! রাশিয়া থেকে সস্তায় ৩০ লাখ ব্যারেল তেল আসছে ভারতে