ধর্মশালা: আরও একবার চিনকে প্রত্যাখ্যান করলেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। সোমবার তিনি সাফ জানিয়েছেন, চিনে ফিরে যাওয়ার কোনও প্রশ্নই নেই, তিনি বাকি জীবন তিনি ভারতেই থাকতে চান। তিনি আরও জানিয়েছেন, হিমাচল প্রদেশের কাঙরা জেলাতেই থাকতে চান তিনি। দলাই লামা বলেছেন, “চিনে ফিরে যাওয়ার কোনও মানে নেই। ভারত আমার পছন্দের জায়গা। পণ্ডিত নেহরু পছন্দের জায়গা কাংরাই আমার স্থায়ী ঠিকানা।”
গত ৯ ও ১১ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা এলাকায় ভারত ও চিন সেনার মধ্যে সংঘর্ষ হয়েছে। তারপর থেকে ফের ভারত ও চিনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, চিনকে তিনি কী বার্তা দিতে চান? দলাই লামা বলেন, “পরিস্থিতির উন্নতি হচ্ছে। ইউরোপ, আফ্রিকা এবং এশিয়াতে – চিন আরও নমনীয় হচ্ছে। কিন্তু, চিনে ফিরে যাওয়ার কোনও কারণ নেই।”
#WATCH | Kangra, Himachal Pradesh: Dalai Lama says, “…There is no point in returning to China. I prefer India. That’s the place. Kangra – Pandit Nehru’s choice, this place is my permanent residence…” pic.twitter.com/Wr6dGEPIIx
— ANI (@ANI) December 19, 2022
১৯৫৯ সালে তিব্বত তাদের দেশেরই অংশ বলে দাবি করে তিব্বতের দখল নিয়েছিল চিন। সেই সময়ই তিব্বতের লাসা থেকে পালিয়ে ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন দলাই লামা। বর্তমানে, হিমাচল প্রদেশের ধর্মশালার ম্যাকলৌডগঞ্জে বসবাস করেন তিনি। তাঁর অনুগামীরা সেখানে প্রবাসী তিব্বতী সরকারও গঠন করেছে। এর আগেও ভারতেই তিনি থাকতে চান বলে জানিয়েছিলেন এই বৌদ্ধ ধর্মগুরু। গত সেপ্টেম্বর মাসের শেষদিকে ধর্মশালায় ‘আমেরিকার ইনস্টিটিউট অব পিস’-এর আয়োজিত এক সভায় তিনি জানিয়েছিলেন ভারতে আশ্রয় পেয়ে তিনি আনন্দিত।
দলাই লামা জানিয়েছিলেন, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে তিনি বলেছিলেন যে, ভারতেই তাঁর মৃত্যু হোক বলে চান তিনি। তিনি আরও বলেছিলেন, “ভারতের মানুষ ভালবাসতে জানে। কোনও কৃত্রিমতা নেই এখানে। কিন্তু, চিনে আমার মৃত্যু হলে, আমার দেহ ঘিরে থাকবে চিনের সরকারের কর্তারা। আমি মুক্ত গণতন্ত্রের দেশেই প্রাণত্য়াগ করতে চাই।”