গাছে উল্টো করে ঝুলিয়ে বেদম মার, দলিত যুবক বারবার বলল, ‘বিশ্বাস করো, আমি করিনি’

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 12, 2025 | 6:59 AM

Crime: পুলিশে অভিযোগ না জানিয়ে গ্রামবাসীরা নিজেই বিচার করতে বসে। ওই দলিত যুবকের দুই হাত বেঁধে, তারপর উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয় গাছ থেকে। এরপর শুরু হয় অত্যাচার। লাগাতার মারধর করা হয়।

গাছে উল্টো করে ঝুলিয়ে বেদম মার, দলিত যুবক বারবার বলল, বিশ্বাস করো, আমি করিনি
এভাবেই অত্য়াচার করা হ দলিত যুবককে।
Image Credit source: X

Follow Us

জয়পুর: বাইক চোর সন্দেহে এক দলিত যুবকের উপরে নির্মম অত্যাচার। গাছ থেকে উল্টে করে ঝুলিয়ে রাখা হল যুবককে। ওই অবস্থাতেই বেধড়ক মারধর করা হয় তাদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই অত্যাচারের ভিডিয়ো।

ঘটনাটি ঘটেছে রাজস্থানের বারমের জেলায়। শনিবার পুলিশ জানায়, এক যুবককে চোর সন্দেহে বেধড়ক মারধর করে এবং গাছে উল্টো করে ঝুলিয়ে রাখে। কার্যত আধমরা অবস্থায় দলিত যুবককে উদ্ধার করা হয়।

জানা গিয়েছে, ভাকারপুরা গ্রামের বাসিন্দা শ্রবণ কুমার নামক ওই যুবক। এর আগে ডিসেম্বর মাসে মেলা থেকে একটি বাইক চুরির মামলায় গ্রেফতার হয়েছিল সে। দিনকয়েক আগেই জামিন পায়। গ্রামে ফেরার পরই অন্য একটি বাইক চুরি হতেই সকলের তাঁরদিকেই সন্দেহ হয়।

পুলিশে অভিযোগ না জানিয়ে গ্রামবাসীরা নিজেই বিচার করতে বসে। ওই দলিত যুবকের দুই হাত বেঁধে, তারপর উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয় গাছ থেকে। এরপর শুরু হয় অত্যাচার। লাগাতার মারধর করা হয়। সেই মারধরের ভিডিয়ো করে তা সোশ্যাল মিডিয়াতেও আপলোড করে অভিযুক্তরা।

ভাইরাল ভিডিয়োটি নজরে আসতেই পুলিশের ডেপুটি সুপারের নির্দেশে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করা হয়। আক্রান্ত যুবকের সঙ্গেও আলাদাভাবে কথা বলা হয়। তাঁর বয়ানও গ্রহণ কর হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Next Article