AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Divya Kumari: ৭১,৩৬৮ ভোটে জয়ী মহারাজা দ্বিতীয় মান সিং-এর নাতনি বিজেপি প্রার্থী দিব্যা কুমারী

Child Harassment: ২০১৯-এর লোকসভা নির্বাচনে রাজসামান্দ লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হন তিনি। ভোটের মার্জিন ছিল ৫.৫১ লক্ষ। বরাবরই জয়পুরের ঘরের মেয়ে হিসেবে পরিচয় দিয়েই ভোট প্রার্থনা করেছেন দিব্যা। আর সেই পরিচয়ই তাঁকে বারবার ভোট ময়দানে সাফল্য এনে দিয়েছে বলেই মনে করে রাজনৈতিক মহল।

Divya Kumari: ৭১,৩৬৮ ভোটে জয়ী মহারাজা দ্বিতীয় মান সিং-এর নাতনি বিজেপি প্রার্থী দিব্যা কুমারী
দিব্যা কুমারীImage Credit: twitter
| Edited By: | Updated on: Dec 03, 2023 | 8:34 PM
Share

জয়পুর: ১১৪ আসনে জয়ী হয়ে রাজস্থানে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। বুথ ফেরত সমীক্ষা কার্যত মিলে গিয়েছে এই রাজ্যে। আর এই রাজ্যে বড় মার্জিনে জয়ী হয়েছেন বিদ্যাধর নগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিব্যা কুমারী। রবিবার ভোটের ফল প্রকাশের পর নির্বাচন কমিশনের তরফ থেকে জানা গিয়েছে, ৭১ হাজার ৩৬৮ ভোটে জয়ী হয়েছেন দিব্যা। এই রাজ্যে ১১৪ আসনে জয়ী হয়েছে বিজেপি ও ৭০ আসনে জয়ী হয়েছে কংগ্রেস।

বিদ্যাধর নগর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ছিলেন সীতারাম আগরওয়াল। এই জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই সব কৃতিত্ব দিয়েছেন জয়পুরের রাজ পরিবারের সদস্য দিব্যা কুমারী। আগামিদিনে রাজ্য সরকার মানুষকে ভাল পরিষেবা দেবে বলেই মন্তব্য করেছেন তিনি।

দিব্যা কুমারী বলেন, আমরা ভাল পরিষেবা ও উন্নয়ন নিশ্চিত করব। আইন-শৃঙ্খলা বজায় থাকবে রাজ্যে। মুখ্যমন্ত্রী কে হবেন, তা দলের শীর্ষ নেতৃত্ব ঠিক করবে বলে মন্তব্য করেছেন তিনি।

জয়পুরের শেষ মহারাজা দ্বিতীয় মান সিং-এর নাতনি দিব্যা কুমারী। ২০১৩ সালে বিজেপিতে যোগ দেন তিনি। ওই বছরেই রাজস্থানের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হন তিনি। সওয়াই মাধোপুর থেকে তিনি জয়ী হয়েছিলেন।

২০১৯-এর লোকসভা নির্বাচনে রাজসামান্দ লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হন তিনি। ভোটের মার্জিন ছিল ৫.৫১ লক্ষ। বরাবরই জয়পুরের ঘরের মেয়ে হিসেবে পরিচয় দিয়েই ভোট প্রার্থনা করেছেন দিব্যা। আর সেই পরিচয়ই তাঁকে বারবার ভোট ময়দানে সাফল্য এনে দিয়েছে বলেই মনে করে রাজনৈতিক মহল। রাজ পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও রাস্তায় নেমে মানুষের জন্য কাজ করার কথা যে তিনি বলেছেন, সেটাই তাঁর প্রচারের সবথেকে বড় চমক ছিল।