Samatha Kumbh: সামাথা কুম্ভর নবম দিনে হল সন্ত রামানুজের আরাধনা, শ্লোক জপের মাহাত্ব্য বোঝালেন চিন্না জিয়ার স্বামী

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 10, 2023 | 8:11 AM

Samatha Kumbh: বৃহস্পতিবারের অনুষ্ঠানে শ্রী চিন্না জিয়ার স্বামী মঙ্গলাসনম নিয়েও বিস্তারিত আলোচনা করেন। প্রতিদি আরাধনার পরে মঙ্গলাসনম করার পরামর্শ দেন তিনি।

Samatha Kumbh: সামাথা কুম্ভর নবম দিনে হল সন্ত রামানুজের আরাধনা, শ্লোক জপের মাহাত্ব্য বোঝালেন চিন্না জিয়ার স্বামী
সামাথা কুম্ভের অনুষ্ঠান।

Follow Us

হায়দরাবাদ: মহা সমারোহের সঙ্গে বৃহস্পতিবার পালিত হল সামাথা কুম্ভের (Samatha Kumbh) নবম দিন। ২১৬ ফিট উচ্চতার স্ট্যাচু অব ইক্য়ুয়ালিটি(Statue of Equality)-র বর্ষপূর্তি উপলক্ষেই আয়োজন করা হয়েছে সামাথা কুম্ভ ব্রাহ্মোৎসবের। শ্রী চিন্না জিয়ার স্বামীর (Chinna Jeeyar Swamy) আধ্যাত্মিক নির্দেশনাতেই পালিত হচ্ছে সামাথা কুম্ভ। গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই উৎসব, আগামী ১২ ফেব্রুয়ারি অবধি এই অনুষ্ঠান চলবে। আগামী শনিবার, ১১ ফেব্রুয়ারি বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুপুর ১টা থেকে ভগবত গীতা পাঠ করা হবে। এই অনুষ্ঠানে ১ লক্ষেরও বেশি জনসমাগম হবে।

বৃহস্পতিবার শ্রী চিন্না জিয়ার স্বামী স্মৃতিচারণ করে বলেন, কীভাবে ১৯৭৬ সালে তাঁর গুরুর অধীনে মন্ত্র জপম শুরু করেছিলেন। সামাথা কুম্ভের যজ্ঞশালায় উপস্থিত ভক্তদেরও তিনি পরামর্শ দেন নিয়মিত মন্ত্র জপ করার। দিনে কতবার জপ করছেন এবং কীভাবে নারায়ণ গায়ত্রী পাঠ করে সম্পুতি করতে হয়, সে বিষয়েও তিনি পরামর্শ দেন। তিনি  বলেন, “জপ আমাদের মধ্যে শক্তির সঞ্চার করে”। এরপরে সকলেই চিন্না জিয়ার স্বামীর সঙ্গে জপম করেন।

বৃহস্পতিবারের অনুষ্ঠানে শ্রী চিন্না জিয়ার স্বামী মঙ্গলাসনম নিয়েও বিস্তারিত আলোচনা করেন। প্রতিদি আরাধনার পরে মঙ্গলাসনম করার পরামর্শ দেন তিনি। চিন্না জিয়ার স্বামী জানান, প্রথম পাঁচটি মঙ্গলম শ্লোক ঈশ্বরকে উৎসর্গ করা হয়। স্বামী রামানুজের জীবন ও সময়ের সঙ্গে সম্পর্কিত পাঁচ জায়গার উল্লেখ থাকে এই জপে। এই জায়গাগুলি হল শ্রীরঙ্গম, তিরুমালা, কাঞ্চিপুরম, মেলকোট ও পুরী।

তিনি জানান, এরপরে গোদা দেবীর উদ্দেশ্যে পরবর্তী মঙ্গলম করা হয়। আলওয়ারের মধ্যে স্বামী নম্মালশ্বরের উদ্দেশেও মঙ্গলম অর্পণ করা হয়। আচার্যদের মধ্যে স্বামী রামানুজের উদ্দেশে মঙ্গলম অর্পণ করা হয়। এরপরে স্বামী মানাভালা মামুনির উদ্দেশেও মঙ্গলম করা হয়। শেষে আমাদের সাহিত্য ও ধর্মগ্রন্থের উদ্দেশে মঙ্গলম করা হয়। চিন্না জিয়ার স্বামী সন্ত রামানুজের পাঁচটি বিখ্যাত স্ট্যাচু সম্পর্কেও আলোচনা করেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার মধ্য়ে পূণ্যাহূতি ও বালি-হরণ অনুষ্ঠান শেষ হয়। এরপরে স্বর্ণ রামানুজ সন্নিধির মধ্যে সন্ত রামানুজের মূর্তিতে মাল্যদান ও পুজার্চনা করা হয়। ভক্তরাও সোনার তৈরি সন্ত রামানুজের মূর্তির চারপাশে জমায়েত করে আচার-অনুষ্ঠান দেখেন। পুজারীরা ১০৮টি প্রদীপ জ্বালান সম্মান জানাতে। শেষে সন্ত রামানুজের উদ্দেশে মঙ্গলাসনম করা হয় এবং এরপরে ভক্তরা প্রসাদ গ্রহণ করেন।

Next Article