আয়কর দাখিলের দিন বাড়াল কেন্দ্র, জেনে নিন ডেডলাইন

সুমন মহাপাত্র |

May 20, 2021 | 10:02 PM

নতুন নিয়ম অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষের জন্য যাঁরা আয়কর দাখিল করবেন, তাঁদের জন্য এই নিয়ম।

আয়কর দাখিলের দিন বাড়াল কেন্দ্র, জেনে নিন ডেডলাইন
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: দেশে আছড়ে পড়েছে করোনার (COVID 19) দ্বিতীয় ঢেউ। এই পরিস্থিতিতে আয়কর দাখিলের জন্য বাড়তি সময় দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রক আয়কর দাখিলের ডেডলাইন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করেছে। পাশাপাশি সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস জানিয়েছে, ৩০ নভেম্বর পর্যন্ত কোম্পানিগুলির আয়কর দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে।

নতুন নিয়ম অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষের জন্য যাঁরা আয়কর দাখিল করবেন, তাঁদের জন্য এই নিয়ম। যাঁদের অ্যাকাউন্ট অডিট করার প্রয়োজন নেই তাঁরা আইটিআর-১ ও আইটিআর-৪ এর মাধ্যমে ৩১ জুলাইয়ের মধ্যে আয়কর দাখিল করতে পারবেন। আর্থিক প্রতিষ্ঠানগুলিকে আর্থিক লেনদেনের বিবরণ জমা দেওয়ার সময়সীমাও ৩১ মে-এর পরিবর্তে ৩১ জুন পর্যন্ত বর্ধিত করেছে কেন্দ্র।

টিডিএস ও টিসিএস বুকও ৩০ জুনের মধ্যে জমা দিতে হবে বলে জানিয়েছে কেন্দ্র। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আবহে অনেকেই আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই কেন্দ্রের এই ঘোষণায় খুশি করদাতারা। গত বছরও করোনা পরিস্থিতি শোচনীয় হওয়ার পর ঋণ নিয়ে একাধিক ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। যা সাধারণ মানুষের উপকারী হয়েছিল।

আরও পড়ুন: স্বাস্থ্য বীমা থাকা সত্ত্বেও ৪০ শতাংশ টাকা পকেট থেকেই দিতে হচ্ছে করোনা আক্রান্তের পরিবারকে

Next Article