Uttarakhand Rain: দেবভূমিতে ধ্বংসলীলা, টানা বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তরাখণ্ড; মৃতের সংখ্যা বেড়ে ৩৪

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Oct 19, 2021 | 9:40 PM

Uttarakhand Disaster: এখনও পর্যন্ত অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে উত্তরাখণ্ডে। ধসের তলায় এবং বন্যা কবলিত এলাকায় আরও অনেকে আটকে পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।

Uttarakhand Rain: দেবভূমিতে ধ্বংসলীলা, টানা বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তরাখণ্ড; মৃতের সংখ্যা বেড়ে ৩৪
উত্তরাখণ্ডে জোর কদমে চলছে উদ্ধারকাজ (ছবি-এএনআই)

Follow Us

নয়া দিল্লি : তিন দিন ধরে এক নাগাড়ে বৃষ্টি। আর তাতেই লণ্ডভণ্ড দেবভূমি উত্তরাখণ্ড। একটানা বৃষ্টির জেরে জায়গায় জায়গায় ধস নেমেছে। নদীগুলির জলস্তর ফুলে ফেঁপে উঠেছে। পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসছে কাদা-মাটির স্রোত। এখনও পর্যন্ত অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে উত্তরাখণ্ডে। ধসের তলায় এবং বন্যা কবলিত এলাকায় আরও অনেকে আটকে পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। সময় যত গড়াবে তত মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

উত্তরাখণ্ডের দুর্যোগের উপর প্রতিনিয়ত নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একাধিক এলাকায় জলের তোড়ে ভেঙে তছনছ হয়ে গিয়েছে সেতু। ইতিমধ্যেই সেনার তিনটি হেলিকপ্টার উদ্ধারকাজে নামানো হয়েছে বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

তিনদিনের এই প্রাকৃতিক বিপর্যয়ে এখনও পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। পাঁচ জনের এখনও কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। মৃতদের পরিবারপিছু ৪ লাখ টাকার আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। যাঁরা বাড়ি-ঘর হারিয়েছেন তাঁদের ১ লাখ ৯০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এর পাশাপাশি, যাঁরা বিপর্যয়ে গবাদি পশু হারিয়েছেন, তাঁদেরও সবরকম প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন পুষ্কর সিং ধামি।

আজ আকাশপথে বিপর্যস্ত এলাকাগুলি ঘুরে দেখেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। এদিকে দেবভূমির বিপর্যয় নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। পুষ্কর সিং ধামির সঙ্গে আজ পরিস্থিতি নিয়ে ফোনে কথাও বলেছেন তিনি। বিপর্যয়ে মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়ে টুইট করেছেন নমো।

তবে এখনও পর্যন্ত স্বস্তির খবর একটাই যে, তিনদিন ধরে লাগাতার বৃষ্টির পরিস্থিতি এখন কিছুটা হলেও উন্নতির দিকে। আজ থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণও কমেছে উত্তরাখণ্ডে। কিন্তু এই তিনদিনের টানা বৃষ্টিতে কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছে দেবভূমি। ভেসে গিয়েছে রাস্তা, তলিয়ে গিয়েছে বাড়ি। জলের তোড়ে ভেঙে গিয়েছে সেতু। এ এক ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরাখণ্ডে।

এদিকে টানা বৃষ্টির জেরে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে নৈনিতাল। নৈনিতাল যাওয়ার তিনটি রাস্তাই ধস পড়ে বন্ধ হয়ে গিয়েছে। সংবাদ সংস্থা এএইআই সূত্রে খবর, কালাঢুঙ্গি, হলদওয়ানি এবং ভাওয়ালি যাওয়ার রাস্তাগুলি ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে।

৩৪ জনের মধ্যে শুধুমাত্র আজকের দিনেই ১১ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নৈনিতালের মুক্তেশ্বর এবং খৈরনা এলকায়া বাড়ি ভেঙে সাত জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে উধম সিং নগরে জলের তোড়ে ভেসে গিয়ে একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : Uttarakhand: মেঘ ভেঙে বৃষ্টি নৈনিতালে, ধ্বংসাবশেষের নীচে আটকে মানুষ

Next Article