কোভ্যাক্সিনকে অনুমোদন দেবে হু? সিদ্ধান্ত ৬ সপ্তাহে

TV9 Bangla Digital | Edited By: সুমন মহাপাত্র

Jul 10, 2021 | 5:22 PM

সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন, ৪-৬ সপ্তাহের মধ্যেই আপদকালীন অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন তাঁরা।

কোভ্যাক্সিনকে অনুমোদন দেবে হু? সিদ্ধান্ত ৬ সপ্তাহে
ফাইল চিত্র

Follow Us

জেনেভা: এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি ভারত বায়োটেকের তৈরি দেশীয় করোনা প্রতিষেধক কোভ্যাক্সিন (Covaxin)। হু কেন এতদিন এই প্রতিষেধককে অনুমোদন দেয়নি, তা নিয়েও জোর গুঞ্জন। এই আবহেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন, ৪-৬ সপ্তাহের মধ্যেই আপদকালীন অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন তাঁরা।

সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়ারোমেন্টের একটি ওয়েবিনারে শুক্রবার স্বামীনাথন জানিয়েছেন, হু এখন কোভ্যাক্সিনের পর্যবেক্ষণ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পোর্টালে ভারত বায়োটেক তথ্য আপলোড করছে। সেই তথ্যের ওপরই নির্ভর করছে কোভ্যাক্সিনের অনুমোদন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী, আপদকালীন অনুমোদন একটি প্রক্রিয়া। যেখানে ৩ ট্রায়ালের তথ্য সম্পূর্ণ আপলোড করতে হয়। এরপর হু-র বিশেষজ্ঞ কমিটি তা খতিয়ে দেখে অনুমোদন দেয়।

সৌম্যা স্বামীনাথন জানান, ভারত বায়োটেক যদি সম্পূর্ণ তথ্য আপলোড করে দিয়ে থাকে, তাহলে ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যেই সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ পর্যন্ত হু ৬টি করোনা টিকাকে অনুমোদন দিয়েছে। যেগুলি হল- ফাইজ়ার, অ্যাস্ট্রাজ়েনেকা-এসকে বায়ো ও সেরাম, অ্যাস্ট্রাজ়েনেকা ইইউ, জনসন, মডার্না, সিনোফার্ম। এখন সারা বিশ্বে ১৮৪টি করোনা প্রতিষেধকের ট্রায়াল চলছে, যার মধ্যে ২৭টি তৃতীয় কিংবা চতুর্থ পর্যায়ে রয়েছে।

উল্লেখ্য, যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও কোভ্যাক্সিনকে এখনও অনুমোদন দেয়নি, তাই বিদেশে টিকাপ্রাপ্তদের অসুবিধার মুখে পড়তে হচ্ছে। সেই সমস্যা এড়াতে চায় ভারত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের দাবি করেছেন, বিদেশ ভ্রমণের শর্ত হওয়া উচিত করোনা পীরক্ষা, ভ্যাকসিন নয়। পাশাপাশি এর আগেও কেন্দ্র জানিয়েছিল, দ্রুত কোভ্যাক্সিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাবে।আরও পড়ুন: কড়া নিয়ম, শব্দ দূষণের জরিমানা হতে পারে লাখ টাকা!

Next Article