অনন্তনাগে এনকাউন্টার, সেনার গুলিতে খতম ২ জঙ্গি

TV9 Bangla Digital | Edited By: সুমন মহাপাত্র

Jul 10, 2021 | 6:04 PM

সূত্রের খবর, জঙ্গি উপস্থিতির খবর পেয়ে সেখানে পৌঁছেছিল সেনা ও জম্মু-কাশ্মীরের পুলিশের যৌথ বাহিনী।

অনন্তনাগে এনকাউন্টার, সেনার গুলিতে খতম ২ জঙ্গি
প্রতীকী চিত্র।

Follow Us

জম্মু ও কাশ্মীর: ফের ভূ-স্বর্গে এনকাউন্টার। নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম ২ জঙ্গি। জম্মু ও কাশ্মীরের () অনন্তনাগ জেলায় শনিবার বিকেলে গুলির লড়াই হয় জঙ্গি ও সেনাদের মধ্যে। সেখানেই কাবারিগ্রামে ২ জঙ্গিকে খতম করে সেনা। সূত্রের খবর, জঙ্গি উপস্থিতির খবর পেয়ে সেখানে পৌঁছেছিল সেনা ও জম্মু-কাশ্মীরের পুলিশের যৌথ বাহিনী।

প্রথমে নিরাপত্তারক্ষীদের উদ্দেশ করে গুলি ছোড়ে জঙ্গিরা। পাল্টা গুলি ছোড়েন জওয়ানরাও। দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ের পর ২ জঙ্গি সেনার গুলির আঘাতে প্রাণ হারায়। তবে এখনও মৃত জঙ্গিদের পরিচয় জানা যায়নি। বিগত কয়েকদিন ধরেই উত্তাল জম্মু ও কাশ্মীর। জম্মু বিমানঘাঁটিতে ড্রোন হামলার পর থেকেই লাগাতার জঙ্গিদের খতম করছে সেনা।

৮ জুলাই পাকিস্তান থেকে অনুপ্রবেশের সময় ২ জঙ্গিকে শেষ করেছিলেন জওয়ানরা। ৭ থেকে ৮ জুলাইয়ের মধ্যে একাধিক জায়গায় এনকাউন্টার অভিযান চালিয়ে পাঁচ জঙ্গিকে খতম করেছিল নিরাপত্তা বাহিনী। গত বুধবার বুধবার কুলগাম ও পুলওয়ামাতেও জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই হয়। এনকাউন্টারে হিজবুল মুজাহিদ্দিন জঙ্গিগোষ্ঠীর এক শীর্ষ নেতার মৃত্যু হয়। নিহত ওই জঙ্গির নাম মেহরাজুদ্দিন হালওয়াই আলিয়াস উবেইদ। মেহরাজুদ্দিন উত্তর কাশ্মীরের জঙ্গি কার্যকলাপ পরিচালনা করত বলে জানা গিয়েছে।

এরপর বুধবার বেলা গড়াতেই কুলগাম জেলার জ়োদার এলাকাতেও জঙ্গি উপস্থিতির খবর মেলে। সেখানে তল্লাশি অভিযান শুরু করতেই তা নিমেষে গুলির লড়াইয়ে পরিণত হয়। দীর্ঘক্ষণ গুলির লড়াই চলার পর দুই লস্কর-ই-তৈবা জঙ্গির দেহ উদ্ধার হয়। পুলওয়ামার এনকাউন্টারেও দুই জঙ্গি এবং হাণ্ডওয়াড়ার এনকাউন্টারে একজন জঙ্গির মৃত্যু হয়। এদের মধ্যে কেবল দু’জন জঙ্গির পরিচয়ই জানা গিয়েছে। হাণ্ডওয়াড়া এনকাউন্টারে হিজবুল মুজাহিদ্দিন জঙ্গি মেহরাজুদ্দিন হালওয়াই আলিয়াস উবেইদ ও পুলওয়ামা এনকাউন্টারে বুরহান ওয়ানির মৃত্যু হয়েছে। বুরহান দক্ষিণ কাশ্মীরে নিরাপত্তাবাহিনী ও সাধারণ মানুষকে খুনের ঘটনায় অভিযুক্ত ছিল বলে জানা গিয়েছে। আরও পড়ুন: কোভ্যাক্সিনকে অনুমোদন দেবে হু? সিদ্ধান্ত ৬ সপ্তাহে

Next Article