‘সন্ধিতেই সমাধান’, নিঃশর্ত ক্ষমা চাইলেন কপিল
নিঃশর্ত ক্ষমা চাইলেন কপিল মিশ্র(Kapil Mishra)। দুই বছর ধরে চলা মানহানির মামলা তুলে নিল দিল্লি আদালত (Delhi Court)। "ঘুষ নেন কেজরীবাল ও জৈন।" বিজেপি নেতা কপিল মিশ্রের বিতর্কিত মন্তব্যে মানহানির অভিযোগ (Defamation) আনেন কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রী (Health Minister) সত্যেন্দ্র জৈন (Satyendra Kumar Jain) ।
TV9বাংলা ডিজিটাল: নিঃশর্ত ক্ষমা চাইলেন কপিল মিশ্র(Kapil Mishra)। দুই বছর ধরে চলা মানহানির মামলা তুলে নিল দিল্লি আদালত (Delhi Court)। “ঘুষ নেন কেজরীবাল ও জৈন।” বিজেপি নেতা কপিল মিশ্রের বিতর্কিত মন্তব্যে মানহানির অভিযোগ (Defamation) আনেন কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রী (Health Minister) সত্যেন্দ্র জৈন (Satyendra Kumar Jain) ।
বুধবার আদালতে রায় প্রকাশের আগেই ক্ষমা চেয়ে নেন কপিল। মামলা তুলে নেন স্বাস্থ্যমন্ত্রীও।
২০১৮ -র সাংবাদিক সম্মেলনে কপিল দাবি করেন, প্রায় ২কোটি টাকা ঘুষ নিয়েছেন কেজরাীবাল (Arvind Kejriwal)। ৫০ কোটির জলঘোলা করেছেন জৈন ও কেজরীবাল।
কপিলের এই মন্তব্যে দলের হয়ে মামলা দায়ের করেন সত্যেন্দ্র জৈন। দাবি, কপিল কেবল মানহানিই করেননি, দলের সম্মানও ক্ষুণ্ণ করেছেন। তৎকালীন আপের (AAP) নেতা কপিলকে তাই বরখাস্ত করে দল। বিতর্কিত কপিল যোগ দেন বিজেপিতে(BJP)।
পুরোনো আক্রোশে তোপ দাগতে ছাড়েননি করওয়াল বিধায়ক কপিল । “জেলে যাবেন সত্যেন্দ্র ” সমন জারির পরেও কপিলের মন্তব্যের জেরে বিতর্ক বাড়তেই থাকে।জৈনের ব্যক্তিগত টুইট্য়র হ্যান্ডেলেও পাখির চোখ ছিল কপিলের।
আরও পড়ুন : কালী পুজোর উদ্বোধনে থাকায় ক্ষমাভিক্ষা সাকিবের! অক্সিজেন পেল কট্টরপন্থীরা
মানহানির মামলায় কমপক্ষে দুই বছরের জেল হবে মিশ্রের।এমনটাই দাবি ছিল জৈনর। কিন্তু , বুধবার আদালতে কপিলের ক্ষমা চাওয়া বা জৈনর মামলা তুলে নেওয়া ; ‘সন্ধিতেই সমাধান’ দেখল দিল্লি কোর্ট।