India-Pakistan: ‘পাকিস্তানে ঢুকে খতম করে আসব’, চরম হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রীর

ঈপ্সা চ্যাটার্জী |

Apr 06, 2024 | 7:17 AM

Rajnath Singh: যেখানে ব্রিটিশ সংবাদপত্রে ভারতের বিরুদ্ধে বিদেশের মাটিতে 'টার্গেটেড কিলিং' বা জঙ্গিদের নিকেশ করার দাবি ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে, সেখানেই কড়া বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী। আরও একবার মনে করিয়ে দিলেন, ভারত কোনও রকমের সন্ত্রাসবাদকে বরদাস্ত করবে না। 

India-Pakistan: পাকিস্তানে ঢুকে খতম করে আসব, চরম হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রীর
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের চরম হুঁশিয়ারি।
Image Credit source: TV9 বাংলা

Follow Us

নয়া দিল্লি: পাকিস্তানকে মোক্ষম জবাব। প্রয়োজনে পাকিস্তানে ঢুকে জঙ্গিদের খতম করার হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। যেখানে ব্রিটিশ সংবাদপত্রে ভারতের বিরুদ্ধে বিদেশের মাটিতে ‘টার্গেটেড কিলিং’ বা জঙ্গিদের নিকেশ করার দাবি ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে, সেখানেই কড়া বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী। আরও একবার মনে করিয়ে দিলেন, ভারত কোনও রকমের সন্ত্রাসবাদকে বরদাস্ত করবে না।

সম্প্রতিই ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে দাবি করা হয়, পুলওয়ামার হামলার পর থেকে ভারত এক নথা নীতি অবলম্বন করেছে। ভারতে সন্ত্রাসবাদে যুক্ত জঙ্গিদের বিদেশের মাটিতে হত্যা করছে স্লিপার সেল। ২০২০ সাল থেকে পাকিস্তানে ২০ জনকে হত্যা করেছে ভারত সরকারের গোপন এই বাহিনী। যদিও ভারত সরকার এই দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। পাকিস্তানের বিদেশ মন্ত্রকও এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে।

শুক্রবার এই বিষয় নিয়েই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-কে প্রশ্ন করা হয় একটি সাক্ষাৎকারে। তিনি কড়া ভাষায় বলেন, “যদি ওরা (জঙ্গি) পাকিস্তানে পালিয়ে যায়, তবে আমরা পাকিস্তানে ঢুকে ওদের খতম করব।”

তিনি আরও বলেন, “ভারত সর্বদা প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে। কিন্তু যদি কেউ যদি ভারতকে বারংবার রক্তচক্ষু দেখায়, ভারতে আসে এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ প্রচারের চেষ্টা করে, তবে আমরা তাদের ছাড়ব না।”

প্রসঙ্গত, দেশভাগের পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। ২০১৯ সাল থেকে সেই সম্পর্কের অবনতি হয় পুলওয়ামার হামলার পর। পাকিস্তানের জঙ্গিরা ভারতে ঢুকে সিআরপিএফের কনভয়ে হামলা চালিয়েছিল, ওই হামলায় ৪০ জওয়ান শহিদ হন। এর পাল্টা জবাব দিতে পাকিস্তানে এয়ারস্ট্রাইক চালায় ভারতও।

সম্প্রতিই গার্ডিয়ান সংবাদপত্রে ভারতের বিরুদ্ধে বিদেশের মাটিতে ‘অ্যাসাসিনেশন’ চালানোর যে অভিযোগ আনা হয়, তাতে পাকিস্তানও অনেক তথ্য প্রমাণ জমা দিয়েছে বলে দাবি। সেই প্রমাণের ভিত্তিতেই ওই রিপোর্ট তৈরি করা হয়েছে বলে দাবি। যদিও ভারত সমস্ত অভিযোগকে মিথ্যা বলেছে। ভারত বিরোধী প্রচারের উদ্দেশ্যেই এমন দাবি করা হয়েছে বলেও জবাব দিয়েছে সরকার।

Next Article