নয়া দিল্লি: এপ্রিলেই তাপমাত্রার পারদ পৌঁছেছে ৪০ ডিগ্রিতে। মে-জুন তো এখনও বাকি। তাপপ্রবাহ নিয়ে এবার বড় সতর্কতা জারি করল মৌসম ভবন। দেশের একাধিক জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হল। তবে নতুন সপ্তাহের শুরুতেই সম্পূর্ণ বদলে যাবে আবহাওয়ার চিত্র।
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, পূর্ব ভারত ও দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায় তাপপ্রবাহ জারি থাকবে আগামী দুইদিন। ওড়িশা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূল, ঝাড়খণ্ড, বিদর্ভ, উত্তর কর্নাটক, অন্ধ্র প্রদেশের উপকূলবর্তী এলাকা, তেলঙ্গানায় আজ ও আগামিকাল ব্যাপক তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
আবার উত্তর-পূর্ব ভারতে আবহাওয়া থাকবে ঠিক বিপরীত। সেখানে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী ৯ এপ্রিল অবধি ঝড়বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, পুদুচেরী, কেরল, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, ওড়িশা।
দুইদিন তাপপ্রবাহের পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গেও। মৌসম ভবনের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৭ দিন পশ্চিমবঙ্গ ও সিকিমে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনাও রয়েছে।
চলতি বছরে গ্রীষ্মে রেকর্ড ভাঙা তাপমাত্রা বাড়তে পারে বলেই সতর্কতা জারি করেছে মৌসম ভবন। এপ্রিল থেকেই বিভিন্ন রাজ্যে ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এর জেরে তাপপ্রবাহের সম্ভাবনাও বেড়েছে। হিটস্ট্রোক নিয়ে সতর্ক করা হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবারই তাপপ্রবাহ নিয়ে কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে বৈঠকে বসেছিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য সমস্ত রাজ্যকে তাপপ্রবাহ ও তার জেরে অসুস্থতা নিয়ে সতর্ক থাকতে এবং যাবতীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেন।