Yogi Adityanath: ‘রামনাম সত্য হয়ে যাবে…’, ভোটের আগেই হুঙ্কার মুখ্যমন্ত্রী যোগীর

ঈপ্সা চ্যাটার্জী |

Apr 06, 2024 | 9:07 AM

Lok Sabha Election 2024: আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সতীশ কুমার গৌতমের হয়েই শুক্রবার আলিগড়ে প্রচারে গিয়েছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানেই তিনি বলেন, "আমাদের মেয়েরা ও ব্যবসায়ীরা নিশ্চিন্তে রাতে রাস্তায় বের হতে পারবে, এ কথা কেউ কল্পনাও করেনি।"

Yogi Adityanath: রামনাম সত্য হয়ে যাবে..., ভোটের আগেই হুঙ্কার মুখ্যমন্ত্রী যোগীর
যোগী আদিত্যনাথ।
Image Credit source: ANI

Follow Us

লখনউ: ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে কমিয়েছেন অপরাধ। এবার অপরাধীদের ‘রামনাম সত্য’ করার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নির্বাচনে প্রচারে বেরিয়ে অপরাধীদের হুঁশিয়ারি দিয়ে বললেন, “সমাজের নিরাপত্তায় যারাই বিপদ, তাদের রাম নাম সত্য হয়ে যাওয়া পাকা।”

আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সতীশ কুমার গৌতমের হয়েই শুক্রবার আলিগড়ে প্রচারে গিয়েছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানেই তিনি বলেন, “আমাদের মেয়েরা ও ব্যবসায়ীরা নিশ্চিন্তে রাতে রাস্তায় বের হতে পারবে, এ কথা কেউ কল্পনাও করেনি। আমরা নিশ্চিত করেছি যে মহিলা ও ব্যবসায়ীদের যারা ক্ষতি করতে চেয়েছে, তাদের রাম নাম সত্য করে দেওয়া হয়েছে। আমরা শ্রীরামের নাম জপে জীবনযাপন করি। রাম ছাড়া কোনও কিছুই সম্ভব নয়। কিন্তু যখনই কেউ সমাজের সুরক্ষা বিঘ্নিত করার চেষ্টা করে, তার রাম নাম সত্য হওয়াও পাকা।”

রাজ্যে উন্নয়ন ও অগ্রগতির জন্য বিজেপিকে ভোট দেওয়ার আর্জি জানান যোগী আদিত্যনাথ। বলেন, “১০ বছর আগে যা স্বপ্ন ছিল, আজ তা সত্যি হয়েছে। আর এটা আপনাদের মূল্যবান ভোটের জন্যই হচ্ছে। একটা ভুল ভোট দেশকে দুর্নীতির অন্ধকারে ঠেলে দিতে পারে। আগে অন্যায়-অবিচার, কার্ফু ছিল। রাজ্য়ে কোনও আইনশৃঙ্খলা ছিল না। আমাদের মেয়েদের, আমাদের যুব সমাজের উপর বিপদ ঘনাচ্ছিল।”

প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে যোগী আদিত্য়নাথ বলেন, “যখন আপনারা মোদীজিকে ভোট দিয়েছেন, তখনই আপনারা নিজেদের ভবিষ্যত নিশ্চিত করেছেন। তা সে বিশ্বমানের পরিকাঠামোই হোক বা হাইওয়ে, বিমানবন্দর, প্রতিরক্ষা করিডর, মেডিক্যাল কলেজ বা বিশ্ববিদ্যালয়।”

তিনি আরও বলেন, “এই প্রথমবার নির্বাচন চলাকালীনই সাধারণ মানুষ নির্বাচনের ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী। তারা আগেই ঠিক করে নিয়েছেন, তৃতীয়বারও মোদী সরকারই গঠন হবে। যদি তৃতীয়বার মোদী সরকার গঠন হয়, তবে প্রথম তিন বছরের মধ্যেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত।”

Next Article