নয়া দিল্লি: বিজেপির প্রতিষ্ঠা দিবসে সমস্ত কার্যকর্তাকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিগত বছরগুলিতে বিজেপির উন্নয়নমূলক কাজের খতিয়ান দেওয়ার পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচন নিয়েও বার্তা দেন প্রধানমন্ত্রী।
এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “আজ, বিজেপির প্রতিষ্ঠা দিবসে আমি দেশজুড়ে দলের সমস্ত কার্যকর্তাকে শুভেচ্ছা জানাই। যারা কঠোর পরিশ্রম, লড়াই ও আত্মত্যাগ করে এত দিন ধরে দলকে গঠন করেছেন, তাদেরও স্মরণ করছে। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, আমরা ভারতের সবথেকে পছন্দের দল, যারা সর্বদা ‘নেশন ফার্স্ট’ নীতিতে কাজ করেছে।”
Today, on the Sthapana Diwas of @BJP4India, I extend my greetings to all fellow Party Karyakartas from across the length and breadth of India. I also recall with great reverence the hardwork, struggles and sacrifices of all those great women and men who built our Party over the…
— Narendra Modi (@narendramodi) April 6, 2024
তিনি আরও বলেন, “এটা অত্যন্ত আনন্দের যে বিজেপি উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি, সুশাসন ও দেশের প্রতি দায়বদ্ধতার মাধ্যমে নিজেদের পরিচয় তৈরি করতে পেরেছে। আমাদের দল দেশের ১৪০ কোটি জনগণের স্বপ্ন ও আকাঙ্খারই প্রতিফলন। দেশের যুব প্রজন্ম আমাদের দলকে তাদের লক্ষ্যপূরণ এবং একবিংশ শতাব্দীতে ভারতকে নেতৃত্ব দেওয়ার দল হিসাবেই দেখে।”
বিজেপি সরকারের সুশাসনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, “কেন্দ্রেই হোক বা রাজ্যে, আমাদের দল বরাবর সুশাসনকেই প্রতিষ্ঠা করেছে। আমাদের প্রকল্প ও নীতিগুলি দেশের গরিব ও পিছিয়ে পড়া মানুষদের শক্তি জুগিয়েছে। যারা দশকের পর দশক ধরে অবদমিত হয়ে এসেছে, তারাও কণ্ঠ খুঁজে পেয়েছে, আশা দেখতে পেয়েছে আমাদের দলের মধ্যে দিয়ে। সকল ভারতীয়ের জীবনযাত্রাকে সহজ করার লক্ষ্যেই আমরা সব ক্ষেত্রে উন্নয়নের কাজ করেছি। আমাদের দল ভারতকে দুর্নীতি, জাতপাত, সাম্প্রদায়িকতা ও ভোটব্যাঙ্কের রাজনীতির সংস্কৃতি থেকে মুক্ত করেছে। আজকের ভারতে স্বচ্ছ শাসনের উপরে জোর দেয়, যা গরিবদের কাছে কোনও ভেদাভেদ ছাড়াই উন্নয়নের ফসল পৌঁছে দিয়েছে।”
Be it in the Centre or the states, our Party has redefined good governance. Our schemes and policies have given strength to the poor and downtrodden. Those who were left on the margins for decades found a voice and hope in our Party. We have worked towards providing all-round…
— Narendra Modi (@narendramodi) April 6, 2024
আসন্ন লোকসভা নির্বাচন নিয়েও বিশেষ বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “এনডিএ-র অবিচ্ছেদ্য অংশ হিসাবে আমরা গর্বিত। জাতীয় স্তরে উন্নয়ন ও আঞ্চলিক আকাঙ্খার মেলবন্ধন এনডিএ। এই জোট ভারতের বিভিন্নতাকেই তুলে ধরেছে। আমরা এই অংশীদারিত্বকে গুরুত্ব দিই এবং আগামিদিনে এই জোট আরও শক্তিশালী হবে। ভারত নতুন লোকসভা নির্বাচন করতে প্রস্তুত। সাধারণ মানুষ আমাদের ফের আশীর্বাদ করে ক্ষমতায় আনবেন, এই বিষয়ে আমরা আশাবাদী। বিগত এক দশকে আমরা যা কাজ করেছি, তার উপরে ভিত্তি করেই নতুন কাজ শুরু করতে পারি। বিজেপি ও এনডিএ-র সমস্ত কার্যকর্তাকে শুভেচ্ছা জানাই।”
Our Party has also freed India from the culture of corruption, cronyism, casteism, communalism and vote bank politics, which was the hallmark of those who ruled the nation for the longest time. In today’s India, emphasis is on clean and transparent governance which ensures the…
— Narendra Modi (@narendramodi) April 6, 2024