এত বিষ! জ্বলছে চোখ-গলা, দু-হাত দূরেও দেখা দুষ্কর, ‘বিষাক্ত’ দিল্লিতে এবার মানতেই হবে এই সব নিয়ম
Delhi Air Pollution: সোমবার সকালে দিল্লিতে বাতাসের গুণমান ৪৮১-তে পৌঁছয়, যা চলতি মরশুমে সবথেকে খারাপ পর্যায়। একে দূষণ, তার উপরে শীতের কুয়াশা। দুই মিলে ঘন ধোঁয়াশার চাদরে ঢাকা পড়ে গিয়েছে গোটা শহর।
নয়া দিল্লি: বিষ আর বিষ। প্রতিনিয়ত আরও বিষিয়ে উঠছে রাজধানী দিল্লি। মরশুমের সবথেকে বিষাক্ত বাতাস গ্রহণ করছেন দিল্লিবাসীরা। অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে দিল্লির বায়ু দূষণ। পরিস্থিতি সামাল দিতে কঠোর নিয়ম চালু করা হয়েছে। প্রাথমিক স্কুলের পর আজ থেকে হাইস্কুলও বন্ধের সিদ্ধান্ত দিল্লি সরকারের। ক্লাস হবে অনলাইনে। কেবল দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস অফলাইনে হবে। কর্মক্ষেত্রেও ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার সকালে দিল্লিতে বাতাসের গুণমান ৪৮১-তে পৌঁছয়, যা চলতি মরশুমে সবথেকে খারাপ পর্যায়। একে দূষণ, তার উপরে শীতের কুয়াশা। দুই মিলে ঘন ধোঁয়াশার চাদরে ঢাকা পড়ে গিয়েছে গোটা শহর। দূষণের কারণে দিল্লি বিমানবন্দরের দৃশ্যমানতা কমে দাঁড়িয়েছে ১০০ মিটারে। এর জেরে বিপর্যস্ত বিমান পরিষেবা। দিল্লি বিমানবন্দর থেকে প্রায় সব ফ্লাইটই আধঘন্টা থেকে এক ঘন্টা দেরিতে চলছে।
এদিকে, দূষণ প্রতিরোধে আজ সকাল ৮টা থেকেই লাগু হচ্ছে GRAP-4। এর অধীনে দূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ করা হবে।
- প্রাইমারির পর এবার হাইস্কুলও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- সরকারি কর্মচারীদের ৫০ শতাংশকে অফিস না আসার নির্দেশ দেওয়া হয়েছে।
- কেন্দ্রীয় সরকারের ৫০ শতাংশ র্কমীদের অনলাইনে কাজ করানোর পরামর্শ দেওয়া হয়েছে।
- প্রয়োজনীয় ও অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া সব ট্রাকের প্রবেশ নিষেধ দিল্লিতে।
- দিল্লির বাইরের রেজিস্টার্ড ছোট কমার্শিয়াল গাড়ির (ইভি, সিএনজি, বিএস৬ ডিজেল গাড়ি ছাড়া) দিল্লিতে প্রবেশ নিষেধ।
- বন্ধ সবধরনের নির্মাণ ও সংস্কারকাজ।
- গাড়ির ক্ষেত্রে চালু করা হতে পারে জোড়-বিজোড় নিয়ম।
- বয়ষ্ক, শিশুদের যথাসম্ভব বাড়ির ভিতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।