Hooghly: শান্তিপুরে গিয়ে নিখোঁজ হন হুগলির কাপড় ব্যবসায়ী, উদ্ধার দেহ

Hooghly: গত ২৩ ডিসেম্বর সকালে ব্যবসার কাজে যান শান্তিপুরে। বেলা গড়িয়ে গেলে পরিবার থেকে ফোন করে হলে ফোনে যোগাযোগ করতে পারেননি বাড়ির লোক। নিঁখোজ ডায়েরি করা হয় বলাগড় থানায়।

Hooghly: শান্তিপুরে গিয়ে নিখোঁজ হন হুগলির কাপড় ব্যবসায়ী, উদ্ধার দেহ
হুগলির ব্যবসায়ীর দেহ উদ্ধারImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 26, 2024 | 1:55 PM

হুগলি:  হুগলির নিখোঁজ ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার নদিয়ার শান্তিপুরে।রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বলাগড়ের গুপ্তিপাড়াতে। হুগলির বলাগড় থানার গুপ্তিপাড়ার বাঁধাগাছি এলাকার বাসিন্দা যুবক সমর দাস পেশায় ব্যবসায়ী। তাঁর কাপড়ের উপর ডিজাইন করা অ্যাপ্লিকের ব্যবসা, কাঠের ব্যবসাও রয়েছে।

গত ২৩ ডিসেম্বর সকালে ব্যবসার কাজে যান শান্তিপুরে। বেলা গড়িয়ে গেলে পরিবার থেকে ফোন করে হলে ফোনে যোগাযোগ করতে পারেননি বাড়ির লোক। নিঁখোজ ডায়েরি করা হয় বলাগড় থানায়। অবশেষে শান্তিপুরের তারাপুর গঙ্গার ঘাটের পাশের বনজঙ্গল থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, সমরের গলার সোনার চেন ও হাতের সোনার আংটি ছিল, যা পাওয়া যায়নি। মোবাইলের সিম কার্ড পাওয়া যায়নি।

জানা গিয়েছে, সরস্বতী পুজোয় বাচ্চা মেয়েরা যে বাসন্তী রঙের লালপাড় শাড়ি পরে, তাতে লাল পাড় বসানোর লেজার মেশিন রয়েছে গুপ্তিপাড়ায় সমর দাসের। কিন্তু সম্প্রতি শান্তিপুরের এক ব্যবসায়ী ওই মেশিন বসানোয়, শান্তিপুরের ক্রেতারা শান্তিপুর থেকেই ওই কাপড় কিনতে শুরু করেছিলেন। শান্তিপুরের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার জন্যই  নাকি সমর গিয়েছিলেন। প্রয়োজনে শান্তিপুরের থেকেও কম দামে ওই শাড়ি সরবরাহ করার ব্যাপারে নাকি কথা বলতে যাচ্ছিলেন, তারপরই রহস্যমৃত্যু। পরিবার এই মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।