নয়া দিল্লি: কনকনে ঠান্ডা এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার জেরে দিল্লির বাতাসের মান ফের অত্যন্ত খারাপ হয়েছে। তাই এবার দিল্লি ও সংলগ্ন NCR অঞ্চলে নির্মাণকাজ বন্ধ করার নির্দেশিকা জারি করল কেজরীবাল সরকার। কম গুরুত্বপূর্ণ সমস্ত নির্মাণকাজ ও ধ্বংসকাজ আপাতত বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে।
জানা গিয়েছে, দিল্লির শুক্রবারের ২৪ ঘণ্টার বাতাসের মান ছিল ৪০০, যা সাধারণ মানের তুলনার নীচে। তাই গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (GRAP)-র স্টেজ-৩-এর অধীনে দিল্লির সমস্ত নির্মাণকাজ ও ধ্বংসকাজ আপাতত বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে।
এদিন GRAP-র সাব কমিটি রাজধানীর বায়ু দূষণের মান নিয়ে একটি রিভিউ মিটিং করে। সেই মিটিংয়ে দিল্লির আবহাওয়ার মান খুব খারাপ হিসাবে বিবেচিত হয়। তারপরই অ্যান্টি পলিউশন প্ল্যান-এর অধীনে দিল্লি ও সংলগ্ন NCR এলাকায় নির্মাণকাজ ও ধ্বংসকাজ আপাতত বন্ধ রাখার নির্দেশিকা জারি করা হয়েছে। ফলে পাথর খাদান সহ সমস্ত খনন কাজও বন্ধ থাকবে। এই নির্দেশিকা জারির মুহূর্ত থেকেই এটি কার্যকর করা হয়েছে এবং আপাতত ৩ দিনের জন্য এই নির্দেশিকা বহাল থাকবে বলে GRAP জানিয়েছে।
প্রসঙ্গত, গত বছরের শেষেও দিল্লির বায়ুর মান অত্যন্ত খারাপ হয়। সেই সময়ই বেশ কিছুদিন রাজধানীর নির্মাণকাজ ও খননকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় অরবিন্দ কেজরীবালের সরকার। যান চলাচল কমাতে ওয়ার্ক ফ্রম হোম চালু করার ভাবনা-চিন্তাও শুরু হয়েছে বলে দিল্লি সরকারের তরফে জানানো হয়। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি। তবে দিল্লির বায়ুর পরিস্থিতি খুবই উদ্বেগজনক।