Delhi News: দোকানের মালিকানা নিয়ে স্ত্রীয়ের সঙ্গে বচসা! গলায় দড়ি দিয়ে আত্মঘাতী যুবক
Delhi News: মৃতের নাম পুণীত খুরানা। পেশায় একটি বেকারির মালিক ছিলেন তিনি। নিজের স্ত্রীয়ের সঙ্গে যৌথ অংশীদারিত্বে এই ব্যবসাটি খোলেন পুণীত। জানা যায়, মৃত্যুর আগে নিজের স্ত্রীয়ের সঙ্গেই শেষবারের মতো ফোনে কথা বলেছিলেন যুবক। আর তারপরই ঘটে বিপত্তি।
নয়াদিল্লি: সাংসারিক অশান্তি প্রভাব ফেলেছিল ব্যবসাতেও। দৈনিক ঝঞ্ঝা সহ্য় করতে না পেরে আত্মঘাতী যুবক। ঘটনা দিল্লির। কল্যাণ বিহার এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হল স্থানীয় বেকারি ব্যবসায়ীর মৃতদেহ। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন সেই যুবক। সাংসারিক অশান্তি, ডিভোর্স ও ব্যবসায়ীক সমস্যার দিকে আঙুল তুলেছে মৃতের পরিবার।
মৃতের নাম পুণীত খুরানা। পেশায় একটি বেকারির মালিক ছিলেন তিনি। নিজের স্ত্রীয়ের সঙ্গে যৌথ অংশীদারিত্বে এই ব্যবসাটি খোলেন পুণীত। জানা যায়, মৃত্যুর আগে নিজের স্ত্রীয়ের সঙ্গেই শেষবারের মতো ফোনে কথা বলেছিলেন যুবক। আর তারপরই ঘটে বিপত্তি।
ঠিক কী এমন ঘটেছিল সেই সময়?
যুবকের মৃত্যুতে স্ত্রীয়ের দিকেই অভিযোগের আঙুল তুলছে পরিবার। ২০১৬ সালে তাদের বিয়ে হয়। পরবর্তীতে দিল্লির বুকে মোট দু’টি ব্যবসা নিজেদের যৌথ উদ্যোগে খোলে তারা। তবে প্রথম ব্যবসাটি দিন কয়েক আগেই বন্ধ হয়ে যায়।
এর মাঝেই আবার সাংসারিক অশান্তি জাঁকিয়ে বসে। ফলত, বিবাহ বিচ্ছেদের পথে এগোয় পুণীত। এরপর থেকেই বাড়ে অশান্তি, অভিযোগ পরিবারের। ব্যবসার মালিকানা বাঁটোয়ারা নিয়ে নাকি হামেশাই ডিভোর্সকালীন স্ত্রীয়ের সঙ্গে কথা কাটাকাটি হতে থাকে মৃত যুবকের, দাবি পরিবারের।
আত্মঘাতী হওয়ার দিনেও শেষ ফোনকলটা ছিল তার স্ত্রীয়ের দিক থেকেই। পরিবারের দাবি, ফোনে সেই বেকারি ব্যবসা নিয়ে কথা বলছিল তারা। আর তারপরই ঘটে এমন বিপত্তি। সব সময়ই মানসিক অবসাদে নাকি থাকতেন সেই যুবক। ইতিমধ্যে, মৃতে ফোনটি বাজেয়াপ্ত করেছে পুলিশি। তদন্তের সুবিধার্থে জেরাও করা হবে তার স্ত্রীকে।