Delhi Police: বাংলা বলতে পারলে দিল্লি পুলিশে নিয়োগ, নেপথ্যে রয়েছে বড় কারণ

Bangladeshi Infiltrator: শুধু বাংলাই নয়, রাজধানী দিল্লিতেও অনুপ্রবেশকারীদের নিয়ে চিন্তায় পুলিশ। এবার অনুপ্রবেশকারীদের খুঁজতেই অভিযানে নেমেছে পুলিশ। গত ১০ ডিসেম্বর থেকেই চলছে অভিযান। ইতিমধ্যে ধরাও পড়েছে অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারী।

Delhi Police: বাংলা বলতে পারলে দিল্লি পুলিশে নিয়োগ, নেপথ্যে রয়েছে বড় কারণ
দিল্লি পুলিশের অভিযান।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jan 01, 2025 | 2:59 PM

নয়া দিল্লি: বাংলাদেশিদের নিয়ে বাড়ছে মাথাব্যথা। শুধু বাংলাই নয়, রাজধানী দিল্লিতেও অনুপ্রবেশকারীদের নিয়ে চিন্তায় পুলিশ। এবার অনুপ্রবেশকারীদের খুঁজতেই অভিযানে নেমেছে পুলিশ। গত ১০ ডিসেম্বর থেকেই চলছে অভিযান। ইতিমধ্যে ধরাও পড়েছে অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারী। এবার বাংলাদেশিদের ধরতে আরও বড় মাপের কর্মকাণ্ড শুরু করছে দিল্লি পুলিশ। বাংলাদেশি খুঁজতে এবার পুলিশে নিয়োগ করা হবে বাংলাভাষীদের।

জানা গিয়েছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতেই দিল্লি পুলিশে বাংলাভাষীদের নিয়োগ করা হবে। ফের সক্রিয় করা হচ্ছে দিল্লি পুলিশের বাংলাদেশ সেল। সূত্রের খবর, প্রত্যেক সেলে ৫ থেকে ১০ জন করে পুলিশ অফিসার থাকবেন, যারা বাংলা ভাষায় কথা বলতে পারেন। দিল্লির প্রত্যেক পুলিশ জেলাতেই এই বাংলাদেশ সেল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রসঙ্গত, বছর কুড়ি আগে দিল্লি পুলিশের তৎকালীন পুলিশ কমিশনার অজয় রাজ শর্মা বাংলাদেশ সেল গঠন করেছিলেন। দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত করাই ছিল এই সেলের লক্ষ্য। কিন্তু দীর্ঘদিন ধরে এই সেল নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। সাম্প্রতিক সময়ে দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় ফের পুরনো সেল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতিই দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ এবং তাদের দেশে ফেরানোর নির্দেশ দিয়েছিলেন। সেই অনুযায়ী অভিযানও শুরু করেছে দিল্লি পুলিশ। রাজধানীর বিভিন্ন এলাকা চিহ্নিত করে সেখানে বসবাসকারী বাংলাদেশিদের পরিচয়পত্র খতিয়ে দেখা হচ্ছে। উত্তর দিল্লি এলাকা থেকে ২ জন বাংলাদেশিকে দেশে ফেরানো হয়েছে।