নয়া দিল্লি : দীপাবলির আগের দিনেই পেট্রোপণ্যের উপর একবারে অনেকটা ছাড় দিয়েছে কেন্দ্র। তারপর একাধিক রাজ্য পেট্রোল, ডিজেলের উপর ভ্যাট কমিয়েছে। কিন্তু দিল্লিতে কেজরিওয়াল সরকারের এখনও পেট্রোপণ্যের উপর ভ্যাট কমানোর কোনও হেলদোল নেই। আর এরই মধ্যে আজ দিল্লিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের বাইরে ধরনায় বসলেন বিজেপি নেতারা। প্রতিবাদ কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপির দিল্লি সভাপতি তথা দিল্লি বিধানসভার বিরোধী দলনেতা আদেশ গুপ্তা। সঙ্গে ছিলেন অন্যান্য বিজেপি বিধায়করাও। তাঁদের দাবি, কেজরিওয়ালের সরকারকে পেট্রোল এবং ডিজেলের উপর ভ্যাট লিটার পিছু ১০ টাকা কমাতে হবে। তাঁদের বক্তব্য, এতে আম জনতার আরও কিছুটা স্বস্তি মিলবে।
দিল্লি বিজেপির তরফে জানানো হয়েছে, দলের বিধায়করা প্রতিদিন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে ধরনায় বসবে। যতক্ষণ পর্যন্ত না জ্বালানি তেলের উপর থেকে ভ্যাট কমানো হচ্ছে, ততক্ষণ এই প্রতিবাদ কর্মসূচি চলতে থাকবে।
কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই পেট্রোলের দাম লিটার পিছু ৫ টাকা এবং ডিজেলের দাম লিটার পিছু ১০ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের প্রতিবাদ কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে বিজেন্দর গুপ্ত, মোহন সিং বিশট, ওম প্রকাশ শর্মা, জিতেন্দ্র মহাজন, অনিল বাজপেয়ী, অভয় বর্মা অবং অজয় মহাওয়ার সহ অন্যান্য বিজেপি বিধায়কদের দেখা গিয়েছে ধরনায়।
দিল্লি বিজেপির সভাপতি আদেশ গুপ্তা জানিয়েছেন, “এবার রাজ্য সরকারগুলির পালা। এখনও পর্যন্ত দুই ডজনেরও বেশি রাজ্য জ্বালানি তেলের উপর ভ্যাটে ছাড় দিয়েছে। দিল্লি সরকার নৈতিক দায়িত্ব থেকে পালিয়ে যাচ্ছে।”
উল্লেখ্য, এর আগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া জানিয়েছিলেন, আম আদমি পার্টির সরকার জ্বালানির দাম কমানোর বিষয়ে কী কী পদক্ষেপ করা যায়, তা খতিয়ে দেখছে। কিন্তু কেন্দ্রের উচিত পেট্রোল, ডিজেলের দাম অন্তত লিটার পিছু ১৫ টাকা কমানো দরকার। তাঁর যুক্তি ছিল, রাজ্যগুলির আয়ের উৎস অনেক সীমিত।
দীপাবলির আগের দিনই পেট্রোপণ্যের উপর থেকে কেন্দ্রীয় কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পেট্রোলে লিটার পিছু ৫ টাকা এবং ডিজেলে লিটার পিছু ১০ টাকা করে শুল্ক কমানোর কথা ঘোষণা করেছিল কেন্দ্র। কেন্দ্রের দেখাদেখি অসম, ত্রিপুরা, গোয়া, কর্নাটক সহ বিজেপি শাসিত রাজ্যগুলি এবং ওড়িশার মতো বিজেপির কিছু ‘বন্ধু’ রাজ্য ভ্যাট কমানোর পথে হেঁটেছিল। গতকাল পঞ্জাবের কংগ্রেস সরকারও পেট্রোলের উপর লিটার পিছু ১০ টাকা এবং ডিজেলের উপর লিটার পিছু ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
দিওয়ালির আগে রেকর্ড গতিতে দৌড়চ্ছিল জ্বালানির দাম। দেশের অন্তত ১২টি রাজ্যে ডিজেল অতিক্রম করে গিয়েছিল ১০০ টাকা। পেট্রল ১০০ টাকা পেরিয়েছিল দেশের সব রাজ্যের রাজধানীতেই। আন্তর্জাতিক বাজারে এক বছরে দ্বিগুণ হয়েছিল ব্যারেল প্রতি জ্বালানির দাম।
আরও পড়ুন : Nitish Kumar: বিহার বিষ মদ কাণ্ডে ‘বন্ধু’ বিজেপির চাপের মুখে তড়িঘড়ি বৈঠক ডাকলেন নীতীশ