Selfie: রেলব্রিজে সেলফি তোলায় মগ্ন ২ তরুণ, নীচে নদীর কলকলানি স্তব্ধ করে ছুটে এল এক্সপ্রেস…

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jun 26, 2023 | 6:36 PM

Teens Died: এক পুজো উপলক্ষ্যে গোটা পরিবার সোলানি নদীর তীরে গিয়েছিল। সেই সময়ই সকলের নজর এড়িয়ে সেলফি তুলতে দোসনি রেলসেতুতে ওঠে সিদ্ধার্থ ও সাইনি।

Selfie: রেলব্রিজে সেলফি তোলায় মগ্ন ২ তরুণ, নীচে নদীর কলকলানি স্তব্ধ করে ছুটে এল এক্সপ্রেস...
সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু। প্রতীকী ছবি।

Follow Us

হরিদ্বার: সেলফি-ম্যানিয়া কেড়ে নিল একসঙ্গে দুটি তাজা প্রাণ! রেলব্রিজে উঠে সেলফি (Selfie) তুলছিলেন দুই তরুণ। নীচ দিয়ে বয়ে গিয়েছে নদী। সেই সময়ই পিছন থেকে আসছিল শতাব্দী এক্সপ্রেস (Shatabdi Express)। দুই তরুণ সেলফি তুলতে এতটাই মগ্ন ছিল যে ট্রেনের শব্দ তাদের কানে এসে পৌঁছয়নি। ফলে মুহূর্তের মধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। দ্রুত গতিতে আসা শতাব্দী এক্সপ্রেসে কাটা পড়ল ১৯ বছরের সিদ্ধার্থ ও ১৬ বছরের শিবম। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের (Uttarakhand) হরিদ্বার জেলার দোসনি রেলসেতুতে।

পুলিশ জানায়, রুকরি শহরের লস্কর এলাকায় সোলানি নদীর উপর অবস্থিত দোসনি রেলসেতুতে মৃত দুই তরুণের নাম সিদ্ধার্থ সাইনি (১৯) ও শিবম সাইনি (১৬)। লস্করের পুলিশ আধিকারিক মমতা গোলা জানান, শনিবার সন্ধ্যায় দোসনি রেলসেতুতে উঠে সেলফি তুলতে গিয়েই দিল্লি-দেরাদুন শতাব্দী এক্সপ্রেসে কাটা পড়ে মৃত্যু হয় সিদ্ধার্থ ও শিবম সাইনির। তাঁদের ছিন্ন-ভিন্ন দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

মৃত দুই তরুণের কাকা সুভাষ সাইনি জানান, সিদ্ধার্থ ঋষিকেশের একটি কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করছিল। পুজো উপলক্ষ্যেই লস্করে গ্রামের বাড়িতে এসেছিল। আর সিদ্ধার্থের তুতো ভাই শিবম। শনিবার সন্ধ্যায় এক পুজো উপলক্ষ্যে গোটা পরিবার সোলানি নদীর তীরে গিয়েছিল। সেই সময়ই সকলের নজর এড়িয়ে সেলফি তুলতে দোসনি রেলসেতুতে ওঠে সিদ্ধার্থ ও সাইনি। সেই সময়ই দেরাদুন থেকে দিল্লির দিকে যাওয়া দ্রুতগামী শতাব্দী এক্সপ্রেসে কাটা পড়েন দুই ভাই।

পারিবারিক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সাইনি পরিবার-সহ লস্কর এলাকায়।