নয়া দিল্লি: ফুরিয়ে এসেছে জামিনের মেয়াদ। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জামিনের মেয়াদ বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন করলেন। আগামী ২ জুনই কেজরীবালের জামিন শেষ হচ্ছে। এরপরই আবার তাঁকে জেলে ফিরতে হবে। তার আগেই আজ, জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করলেন কেজরীবাল।
জানা গিয়েছে, আজ সুপ্রিম কোর্টে জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছেন কেজরীবাল। সাতদিনের জন্য অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন তিনি। সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন কেজরীবাল। তিনি জানিয়েছেন, একাধিক মেডিক্যাল টেস্টের প্রয়োজন। পেট স্ক্যান, সিটি স্ক্য়ান করাতে হবে।
কেজরীবাল জানিয়েছেন, জেলে থাকাকালীন ৭ কেজি ওজন কমে গিয়েছে তাঁর। কেটোন লেভেলও বেড়ে গিয়েছে। এর জন্য চিকিৎসকদের পরামর্শেই আরও কিছুদিন সময়ের প্রয়োজন। মুখ্যমন্ত্রীর লিগাল কাউন্সিলের তরফেও আদালতে জানানো হয়েছে, কেজরীবালের সুস্থতার জন্য এই পরীক্ষা প্রয়োজন।
প্রসঙ্গত, আগামী ১ জুন কেজরীবালের জামিনের মেয়াদ শেষ হচ্ছে। ২ জুন তাঁকে আত্মসমর্পণ করতে হবে। তিহাড় জেলে ফিরে যেতে হবে।