INDIA Alliance: শেষ দফার ভোটের দিনই বৈঠকের ডাক ইন্ডিয়া জোটের, হঠাৎ কী হল?

ঈপ্সা চ্যাটার্জী |

May 27, 2024 | 6:59 AM

Lok Sabha Election 2024: শাসক ও বিরোধী জোটের মধ্যে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যায়ে এসেই হঠাৎ বৈঠকের ডাক ইন্ডিয়া জোটের। আগামী ১ জুন, লোকসভা নির্বাচনের শেষ দফার দিনই বৈঠক ডেকেছে ইন্ডিয়া জোট। 

INDIA Alliance: শেষ দফার ভোটের দিনই বৈঠকের ডাক ইন্ডিয়া জোটের, হঠাৎ কী হল?
ইন্ডিয়া জোট।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: ভোট পর্ব প্রায় শেষ। আর মাত্র এক দফা ভোট গ্রহণ বাকি। এর মাঝেই বড় খবর। লোকসভা নির্বাচনের শেষ দফা ভোটের দিনই বৈঠক ডাকল বিরোধী জোট ইন্ডিয়া। জানা গিয়েছে, আগামী ১ জুন দিল্লিতে বৈঠক হবে। জোটের সমস্ত শরিকি দলকে এই বৈঠকে অংশ নিতে বলা হয়েছে।

৪ জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশ। কেন্দ্রের মসনদ কোন দল দখল করতে পারল, তা জানা যাবে সেই দিনই। একদিকে যেমন রয়েছে এনডিএ, অন্যদিকে রয়েছে ইন্ডিয়া জোট। শাসক ও বিরোধী জোটের মধ্যে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যায়ে এসেই হঠাৎ বৈঠকের ডাক ইন্ডিয়া জোটের। আগামী ১ জুন, লোকসভা নির্বাচনের শেষ দফার দিনই বৈঠক ডেকেছে ইন্ডিয়া জোট।

উল্লেখ্য, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের জেলে ফেরার ঠিক আগেরদিনই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। আবগারী নীতি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন কেজরীবাল। সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেয়েই ভোটের মাঝে জেল থেকে বের হন কেজরী, ইন্ডিয়া জোটের হয়ে প্রচার চালান বিভিন্ন রাজ্যে। ২ জুন তাঁর জামিনের মেয়াদ শেষ হচ্ছে। তার আগেরদিনই বৈঠক ইন্ডিয়া জোটের।

সূত্রের খবর, জোটের ভবিষ্যৎ কী, তা স্থির করতেই এই বৈঠক ডাকা হয়েছে। লোকসভা নির্বাচনে জোটের পারফরম্যান্স, তা পর্যালোচনা করেই ইন্ডিয়া জোটের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা স্থির করা হবে এই বৈঠকে। রাহুল গান্ধী থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, আরজেডি নেতা তেজস্বী যাদব, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সহ জোট শরিক সমস্ত নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে অংশ নেবেন কি না, তা জানা যায়নি।

Next Article