Arvind Kejriwal: ‘জঘন্য রসিকতা’, সুপ্রিম কোর্টকে খোলা চ্যালেঞ্জ করছে কেন্দ্র, দাবি কেজরীবালের

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 21, 2023 | 8:03 AM

Centre Vs Delhi Government: কেন্দ্রের সিদ্ধান্তের সমালোচনা করেই দিল্লির মুখ্যমন্ত্রী  অরবিন্দ কেজরীবাল বলেন, "এটা জঘন্য রসিকতা। এক সপ্তাহের মধ্য়ে সুপ্রিম কোর্টের রায়কে বদলে দেওয়া হল। কেন্দ্র খোলাখুলি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছে।"

Arvind Kejriwal: জঘন্য রসিকতা, সুপ্রিম কোর্টকে খোলা চ্যালেঞ্জ করছে কেন্দ্র, দাবি কেজরীবালের
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। ছবি:PTI

Follow Us

নয়া দিল্লি: ফের তুঙ্গে কেন্দ্র বনাম রাজ্য তরজা। দিল্লি সরকারের প্রশাসনিক অধিকার কেড়ে নিচ্ছে কেন্দ্রীয় সরকার, এই অভিযোগেই সরব হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal)। আমলাদের নিয়োগ ও বদলির ক্ষমতা লেফটেন্যান্ট গভর্নরের হাতে রাখার জন্য কেন্দ্রের তরফে একটি অর্ডিন্যান্স আনার খবর পাওয়ার পরই ফের একবার সরব হন কেজরীবাল। শনিবার তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, “সরকার মহামান্য সুপ্রিম কোর্টকে অপমান করেছে”।

দিল্লিতে প্রশাসনিক ক্ষমতা নিয়ে রাজ্য় সরকার ও লেফটেন্যান্ট গভর্নরের মধ্যে ক্ষমতার লড়াই দীর্ঘদিনের। সম্প্রতিই এই মামলায় বড় জয় পায় কেজরীবাল সরকার। শীর্ষ আদালতের তরফে জানানো হয়, দিল্লির প্রশাসনিক ক্ষমতা নির্বাচিত সরকারের হাতেই থাকবে। কেবল পুলিশ, আইন-শৃঙ্খলা ও জমি সংক্রান্ত ক্ষমতা স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে থাকবে। দিল্লি সরকার কোনও সিদ্ধান্ত নিলে লেফটেন্যান্ট গভর্নরও সেই সিদ্ধান্ত মানতে বাধ্য থাকবেন।

সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে দিল্লিতে আমলাদের নিয়োগ রাজ্য সরকারের হাতে আসে। পরেরদিনই আপ সরকার এক শীর্ষ আমলাকে বদলির নোটিস ধরান। কেন্দ্রের সঙ্গে এই ক্ষমতার লড়াই নতুন মোড় নেয় শুক্রবার। জানা যায়, দিল্লিতে আমলাদের নিয়োগ ও বদলির ক্ষমতা লেফটেন্যান্ট গভর্নরের হাতে রাখতে অর্ডিন্যান্স আনা হয়েছে। এতে একটি কমিটি গঠন করা হবে এবং যেকোনও সিদ্ধান্তের জন্য সকলের ভোট গ্রহণ করা হবে। যদি ভোটের মাধ্য়মে জবাব না পেলে, তবে লেফটেন্যান্ট গভর্নরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

শনিবার কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনা করেই দিল্লির মুখ্যমন্ত্রী  অরবিন্দ কেজরীবাল বলেন, “এটা জঘন্য রসিকতা। এক সপ্তাহের মধ্য়ে সুপ্রিম কোর্টের রায়কে বদলে দেওয়া হল। কেন্দ্র খোলাখুলি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছে। এটা সরাসরি সুপ্রিম কোর্টের অবমাননা ও মহামান্য প্রধান বিচারপতির অপমান করা।” 

কেজরীবাল আরও বলেন, “সুপ্রিম কোর্টে এই অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ করা হবে। এতে দিল্লি সরকারের কাজ হয়তো ধীর হবে কিন্তু থামবে না”। এই বিতর্কিত অর্ডিন্যান্স আনার জন্য সুপ্রিম কোর্টের গ্রীষ্মকালীন ছুটি পড়ার অপেক্ষা করছিল কেন্দ্র, এমনটাও অভিযোগ করেন দিল্লির মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, গত সপ্তাহেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চের তরফে সম্মিলিত সিদ্ধান্তে দিল্লি সরকারের হাতেই প্রশাসনিক ক্ষমতা থাকার নির্দেশ দেয়।

Next Article